প্রত্যেকটা দিন সকাল বেলা ঠিক করি,
'এতোদিন যেমন গেছে,গেছে...আজকে থেকে আমি সিরিয়াস...'
'দুনিয়ার সব কাজ যদি করতে পারি,পড়াশোনাটা পারবনা কেন???
আজকের দিন্টারই বর্ণনা দেই...
ঘুম থেকে উঠলাম,১০:৩০ এ...১০:০০টায় ক্লাস শুরু...
৭দিনের ওয়ার্ড( SKIN&VD) এর আজকেই শেষ দিন....পার্সেন্টেজ মাত্র একটা(তাও প্রক্সি!!!)...কালকে ৭টা আইটেম...সো,আল্লার নাম নিয়ে রওনা দিলাম...
পৌছতে পৌছতে ১০:৪৫...১১:০০টা পর্যন্ত ক্লাস...
ক্লাস খুজে বের করতে আরো ৩মিনিট...ভিতরে তুমুল লেকচার নিচ্ছেন,স্যার...
যেই স্যার স্ক্রীন এর দিকে ঘুরছেন,আমি সুপারম্যান এর গতিতে ক্লাসে ঢুকে
একেবারে প্রথম বেঞ্চে...খুব মনোযোগী ছাত্র...পুরা ক্লাসে একটা শ্বাস বন্ধ করা শব্দ...আর আমি খুব খুশী...স্যারকে একটা বিশাল ফাঁকি দিয়েই দিলুম...
আর,এইরকম কয়জন পারে!!!!!
স্যার সামনের দিকে ফিরে আমার দিকেই তাকালেন,এবং খুব ঠান্ডা গলায়...
'আপনি কি মাত্র ক্লাসে ঢুকলেন???'
পরের ঘটনায় আর না যাই...

কালকে ৭টা আইটেম...অনেক পড়া...
তিনটার সময়,টিউশনি...তিনটা থেকে সাড়ে চারটা...
হাতে করে দুইটা শিট নিয়ে যাবো...পড়া শেষ করা লাগবেই...
তিনটায় রওনা দিতেই বৃষ্টি...রাস্তা থেকে ব্যাক করে বিছানায়...
তিনটা থেকে সাড়ে তিনটা একটু নেটে থাকি...
তারপরেই পড়তে বসব..
একেবারে সাড়ে ছয়টায় উঠব।।.
ল্যাপটপ ওপেন করতেই মনে পড়ল,
এক ফ্রেন্ড,গতকাল খোঁচা দিয়ে বলছিল,
কি একটা মুভি না দেখলে নাকি,মুভি দেখার মানেই হয়না...
ছয়টায়,মুভি দেখার মানে বুঝে শেষ করলাম...
সাতটায় টিউশিনিতে...
স্টুডেন্ট পড়ছে...আমার সামনে আমার বই খোলা...
স্টুডেন্টের মা,'আফনার কিতা ফরীক্ষা নী???' 'ফরীক্ষা তো আইছইন খেনে??' 'আইজকু অততা ফড়া লাগতোনা...' 'ফড়া দিয়া যাইনগি...'
ভালোমতো পড়া দিয়ে আমি বের হলাম...
রুমে আসতে আসতে পোনে নয়টা...
নামাজ,খাওয়া,হালকা আড্ডা এবং আগামীকালের পরীক্ষার জন্য যে শিট থেকে পড়া লাগবে সেই শীট কালেক্ট করে টেবিলে বস্তে বস্তে সোয়া এগার...
টেবিলে বসেই মনে হলো,আজকের দিনের শেষবারের মত ফেইসবুকটা চেক করে নেই,কারণ পড়া শুরু করলে তো আর থামাথামি নাই...
অনেক চিন্তা করে একটা স্ট্যাটাস দিয়ে যখন বের হলাম,তখন বারটা বেজে গেছে...রুম্মেট দুইজন খেলা দেখতে টিভিরুমে যাচ্ছে...
'কিরে খেলা দেখবিনা!!!সেমিফাইনাল!!!'
"আরে,ধুর সেমিফাইনাল!!!! কালকে আমার ফাইনাল... সাতটা আইটেম...কিচ্ছু পড়া হয় নাই!!!"
বহু কষ্টে একটা ডেফিনেশন শিখার চেষ্টা করতেছি...
বার বার টিভিরুম থেকে হুউউউউ... হইইইইইইইই...
আর পারলাম না...
টিভি রুম থেকে যখন ফিরলাম,তখন আড়াইটা...
রুম্মেট দেখলাম একটু চিন্তিত আমার আইটেম নিয়ে...
'কতটুক পড়া হইসেরে???'
"হইসে...অল্প একটু..."
'কি আইটেম???'
"স্কীন ভিডি"
'আরে ধুর...এইটা পড়া লাগে নাকি???' 'শোন,তোরে সিস্টেম শিখায় দেই...'
ও গতসপ্তাহে এই আইটেম গুলা দিসে...
'আইটেম নিবে তিনজন স্যার...সুবীর স্যারের কাছে যাবি...'
'সুবীর স্যার,কোয়েশ্চেন করে,নিজেই উত্তর দেন...'
"সত্যি!!!!"
'সত্যি নাতো কি???আমি যে আইটেম দিলাম,একটা প্রশ্নের ও উত্তর দেয়া লাগে নাই...এ্যান্ড আমিতো পাশও করছি"
ক্কঠিন যুক্তি...
সকাল ৯:০০টায় পরীক্ষা...
দেখি,আজকে থেকে ঠিকঠাক মতো পড়াশোনা শুরু করবো...
ইনশাল্লাহ...