উল্লেখ্য প্রগতির পরিব্রাজক দল প্রপদ ১৯৯৬ সাল হতেই প্রতিবছর শীতার্ত সহযোগিতার লক্ষ্যে শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণের কাজ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, জগনড়বাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, নীলফামারীর কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটে একই সাথে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের কার্যক্রম চলবে।
সংগৃহীত শীতবস্ত্র এবং অর্থ দ্বারা নতুন শীত বস্ত্র ক্রয় করে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে প্রপদের নিজস্ব বিতরণ টীম গিয়ে বিতরণ করে। পুরো কাজের শেষে কার্যμমের হিসাব তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে শ্বেতপত্র প্রকাশের মধ্য দিয়ে। জনগণের নিকট দায়বদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহীতার সংস্কৃতির চর্চার অংশ হিসেবে এ শ্বেতপত্র প্রকাশ করা হয়।
আমরা ছাত্র-তরুন-সকল শ্রেণী পেশার মানুষের নিকট আহবান জানাই শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য। সেই সাথে প্রপদের শীতার্ত সহযোগিতা কার্যক্রমে অর্থ, বস্ত্র, স্বেচ্ছাশ্রম এবং আগ্রহীদের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার আহবান জানাই।
কার্যক্রমটি সফল করার জন্য পত্রিকা, টিভি ও গণমাধ্যমসমূহের সহযোগিতাও আমরা কামনা করছি।
প্রপদের শীতার্ত সহযোগিতা কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণ করতে আগ্রহীদের নিচের ঠিকানায় যোগাযোগ করতে আহবান জানাচ্ছি-
প্রপদ কার্যালয়, ডাকসু ক্যাফেটরিয়া সংলগ্ন, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল: ০১৬৭৪৮৬০৩৩৬
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: প্রপদ