সামহোয়্যার ইন ব্লগ সংক্ষেপে সামু নামে পরিচিত এই ব্লগ ২০০৫ সালে সর্বপ্রথম যাত্রা শুরু করে ।এবং বর্তমানে বাংলা ভাষায় এটিই সর্ববৃহৎ ব্লগ যেখানে ২০১৭ সালের পরিসংখ্যান অনুয়ায়িই ২,১৭,০৯১ নিবন্ধিত সদস্য ছিলো ।বর্তমানে এর সংখ্যা আরো অনেক বেশী ।সামহোয়্যার ব্লগ বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলা ভাষায় লেখালিখি ও বই পড়ুয়া মানুষদের সবচেয়ে প্রিয় ব্লগ ও জ্ঞান অর্জন ও বিতরণের একটি জনপ্রিয় মাধ্যম ।
এবং এই ব্লগে প্রতিদিন গড়ে ৫৫ হাজার থেকে ৬৫ হাজার পাতা প্রদর্শন হয়ে থাকে ।এবং এই প্রদর্শনকারী ব্যক্তিরা শুধুমাত্র বাংলাদেশের না। সারাবিশ্ব থেকে এই ব্লগে ভিজিট হয়ে থাকে । সামহোয়ারের পরিসংখ্যান মতে এই ব্লগে বিশ্বের ১৭০ টি দেশের মানুষ এই ব্লগটি ভিজিট করেছে ।বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ এখানে লেখালিখি করে ।ছাত্র,শিক্ষক,ব্যবসায়ি,আইনজীবী,পুলিশ,সরকারী কর্মকর্তা,বেসরকারী কর্মকর্তা,রাজনীতিবিদ সহ বহু পেশার মানুষের প্রিয় ব্লগ এটি ।
কিন্তু বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার স্যারের মহান উদ্যোগে বাংলাদেশে পর্ন ও পর্ণ অশ্লীলতা ওয়েবসাইটগুলো বন্ধ করতে গিয়ে এই বছর শুরুর দিকে বাংলার ভাষার সাহিত্য ও বই পড়ুয়াদের প্রিয় ওয়েবসাইট সামহোয়্যার বন্ধ করে দেয় ।এবং অবশেষে আইনি অনেক যাচাই-বাছাই করার পরে এই ব্লগে কোন অশ্লীলতার চিহ্ন পাওয়া যায়নি বিধায় ব্লগটি পুনরায় আবার খুলে দেওয়া হছে ।এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের খবর ।
সামহোয়্যার ব্লগ বাংলাদেশের সম্পদ কেননা এই ওয়েবসাইটের মাধ্যমেই বাংলা ভাষায় লেখালিখির দুরন্তপনা বৃদ্ধি পেয়েছে ।বাংলা ভাষার সাহিত্য ও জ্ঞান প্রেমী মানুষেরা পেয়েছে তাদের স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশের মাধ্যম। আর এর মাধ্যমেই বাংলা ভাষা বিশ্ব দরবারে সমৃদ্ধশীল হচ্ছে ।পেয়েছে বাংলাদেশের একাধিক পুরষ্কার ।২০১০ সালে পেয়েছে রেড হেডিং পুরষ্কার।এছাড়াও বহু পুরষ্কার সামহোয়্যার ব্লগের ঝুড়িতে রয়েছে ।এমনকি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে এই ব্লগটি ।
সবশেষে বলছি আমার এই লেখা সামহোয়্যার ব্লগকে যারা ভালোবাসেন তাদের জন্য । এবং তাদের অনুভূতি জানতে চাই । ধন্যবাদ
১. ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১ ১