somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্যপ্রযুক্তির সেরা 20

০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাছাইকৃত কিছু প্রযুক্তিনির্ভর পণ্য, সাইট, সার্ভিস প্রোভাইডার ইত্যাদির মধ্য থেকে ডিজাইন, কার্যক্ষমতা মানসম্পন্নতা আর ক্রেতাদের ওপর এর প্রভাব এসবের ওপর ভিত্তি করে নম্বর প্রদান করা হয় । এ ক্ষেত্রে পণ্যটির দামের প্রতি লক্ষ না রেখে তার মানের প্রতি লক্ষ রাখা হয়েছে। যেসব পণ্য, সাইট আর সার্ভিস প্রোভাইডার সর্বোচ্চ নম্বর পেয়েছে সেগুলোকেই ১০০টি সেরা পণ্যের তালিকায় রাখা হয়েছে সেখান থেকে প্রথম সেরা ২০টি এখানে তুলে ধরা হল।

১. হুলু : তালিকার একেবারে প্রথম স্খানে রয়েছে অনলাইন ভিডিও সাইট হুলু। এটি আমাদের দেশে কম ব্যবহৃত হলেও আমেরিকা ও অন্যান্য উন্নত দেশে ব্যাপক জনপ্রিয়। এটি একটি অনলাইন ভিডিও সাইট। এনবিসি ও নিউজ করপোরেশনের যৌথ বিনিয়োগে চালু হওয়া এই ভিডিও সাইট অনলাইন ভিডিও সাইটগুলোর মধ্যে একেবারে আলাদা। বিজ্ঞাপননির্ভর এই সাইটটি বিনা পয়সায়ই দেখতে পাওয়া যায়। গত বছরের অক্টোবর মাসে এটি ইন্টারনেটে দেয়া হয়। ফক্স, এনবিসি, এমজিএম, সনি, ওয়ারনার ব্রাদার্স ইত্যাদি টেলিভিশনের আকর্ষণীয় বিভিন্ন অনুষ্ঠন হুলুতে পাওয়া যায়। তা ছাড়া বিভিন্ন ক্লিপসসমৃদ্ধ একটি গ্যালারিও রয়েছে এটিতে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কোনো আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপভোগ করার সময় দর্শক বিভিন্ন ক্লিপস কেটে তা বìধুদের সাথে শেয়ার করতে পারবে।

২. অ্যাপল আই ফোন : তালিকার দ্বিতীয় স্খানে রয়েছে আই ফোন। এর দাম ৪০০ ডলার। অবশ্য এর সাথে রয়েছে দুই বছরের এটি অ্যান্ড টি ওয়্যারলেস চুক্তি। এ ধরনের আকর্ষণীয় ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণের মোবাইল জগতে বিরল। এতে রয়েছে সুপারকুল মাল্টিটাচ আবরণ এবং ভিজুয়াল ভয়েস মেইল। ফলে ব্যবহারকারীকে কি-প্যাড চাপতে হয় না।

৩. ফেসবুক : তালিকার তিন নম্বরে রয়েছে একটি অনলাইন সাইট। সামাজিক যোগাযোগভিত্তিক সাইট ফেসবুক ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছে। এটি সম্পূর্ণ বিনা পয়সায় ব্যবহার করা যায় ইন্টারনেটের লাইন থাকলে। এর মাধ্যমে হাজার মাইল দূরে অবস্খান করে যে কেউ তার বìধু, আত্মীয় অথবা কোনো নিকটজনের বর্তমান অবস্খা, পরিকল্পনা, বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারবে। এই সাইটটিতে ছবি শেয়ার করার এমন সব সুযোগ করে দিচ্ছে।

৪. উইন্ডোজ এক্সপি : ১০০টি পণ্যের তালিকায় চতুর্থ স্খান অধিকার করেছে অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি। এটা ভিসতা থেকে একটু ব্যতিক্রম। তবে ব্যবহারকারীদের কাছ থেকে চাহিদা থাকা সত্ত্বেও মাইক্রোসফটের সিস্টেমটি গত ৩০ জুন থেকে বিক্রি বìধ হয়ে গেছে।

৫. লেনেভো থিঙ্কপ্যাড এক্স ৩০০ : লেনেভো কোম্পানির আলট্রাপোর্টেবল ল্যাপটপ থিঙ্কপ্যাড এক্স ৩০০ রয়েছে তালিকার পাঁচ নম্বরে। ব্যবসায়িক ও দাপ্তরিক কাজের জন্য উপকারী এই ল্যাপটপটির দাম ২ হাজার ৫০০ ডলার। প্রচুর পোর্ট ও একটি পেপার-থিন অপটিক্যাল ড্রাইভসমৃদ্ধ এই ল্যাপটপটি নোটবুকের বিভিন্ন সীমাবদ্ধতা থেকে মুক্ত।

৬. ফ্লোক : ফ্লোক নামের একটি ব্রাউজার রয়েছে তালিকার ছয় নম্বরে। এটি বিনা পয়সায় ব্যবহার করা যায়। যারা বিভিন্ন পছন্দের সাইটে এবং সার্ভিস নেটে ব্যবহার করতে সমস্যায় পড়েন তাদের জন্য ফ্লোক একই সাথে ফেসবুকের আপডেট, টুইটার কিডস, ইউ টিউব ভিডিও, ফ্লিকার ফটো স্ট্রিমস্, জি-মেইল এবং ইয়াহু! মেইল একই সাথে একটি নেভিগেশন ইন্টারফেসের মাধ্যমে সমন্বয় করতে সাহায্য করে।

৭. আই-ফাই : ওয়্যারলেস ক্যামেরা মেমোরি কার্ড ফাইয়ের অবস্খান তালিকায় সাত নম্বরে। দুই গিগাবাইটের আই-ফাই কার্ড যেকোনো ডিজিটাল ক্যামেরার সিকিউর ডিজিটাল þöটকে ওয়াই-ফাই ধারণ ক্ষমতার ডিভাইসে পরিণত করতে পরে যাতে ব্যবহারকারী ক্যামেরা থেকে সরাসরি পিসিতে ছবি আপলোড করতে পারবেন। তা ছাড়া ক্যামেরা থেকেই বিভিন্ন সাইট যেমন ফ্লিকারে ছবি আপলোড করা যাবে। এই মেমোরি কার্ডের দাম ১০০ ডলার।

৮. ক্যাসিও এক্সিলিম প্রোএক্সএফ ওয়ান : ক্যাসিওর এ ডিজিটাল ক্যামেরাকে তালিকার অষ্টম স্খানে রাখা হয়েছে। ছয় মেগা পিক্সেলের এই এক্স এফ ওয়ান ক্যামেরা প্রতি সেকেন্ডে ১২০০ ফেন্সম পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে এর সর্বনিু ইমেজ কোয়ালিটি সেটিং দিয়ে। ক্যামেরাটি সম্পূর্ণ রেজু্যুলেশন ইমেজ ধারণ করতে পারে। ৬০ এফপিএসএ উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ক্যামেরাটির দাম ১০০০ ডলার।

৯. হারমনিক্স রক ব্যান্ড : ৯ নম্বর অবস্খানে রয়েছে হারমনিক্স রক ব্যান্ড নামের একটি গেম বান্ডেল। পিএস থ্রি, এক্স বক্স ৩৬০ সাথে থাকলে এই গেম বান্ডেল দিয়েই আপনি একই পূর্ণাঙ্গ ব্যান্ড পেয়ে যাবেন। আসলেই রক ব্যান্ড গিটার হিরো টাইমস্ ফোর। এই গেম বান্ডেলের সাহায্যে ভ্রমণের সময় আপনি গিটারিস্ট, সিঙ্গার অথবা ড্রামার বনে যেতে পারেন। এর দাম ১৭০ ডলার।

১০. উইকিপিডিয়া : তালিকায় দশ নম্বর অবস্খানে রয়েছে একটি প্রয়োজনীয় সাইট। উইকিপিডিয়া একটি ওপেন সোর্স এনসাইক্লোপিডিয়া। আপনার প্রয়োজনীয় যেকোনো তথ্যই পেতে পারেন উইকিপিডিয়া থেকে। উইকিপিডিয়ার রয়েছে ১.৬ মিলিয়ন স্বেচ্ছাসেবকদের আর্টিকেল। বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় এই সাইটটিতে, ব্রিটনি থেকে বায়োকেমিস্ট্রি সব তথ্যই। সাইটটি প্রতিনিয়ত প্রচুর তথ্য সংগ্রহকারী চেক এবং এডিট করে বলে তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল। অতি উপকারী এ সাইটটি সবার জন্যই উন্মুক্ত অর্থাৎ বিনা পয়সায় যে কেউ ব্রাউজ করতে পারবে।

১১. নেটফ্লিক্স : তালিকার এগার নম্বরে রয়েছে একটি ডিভিডি রেন্টাল ও অনলাইন ভিডিও সাইট। যদিও নেটফ্লিক্স প্রথমে মেইল সার্ভিসের মাধ্যমে ডিভিডি দিয়ে শুরু হয়েছিল। পরে এটির অন্যান্য সুযোগ-সুবিধাও দেয়া শুরু করে। এর মাধ্যমে বিভিন্ন মুভি, টিভি শো এবং ডকুমেন্টারি তাৎক্ষণিকভাবে আপনার পিসিতে নিয়ে আসতে পারবেন। ডিভিডে বাই মেইল সার্ভিসের মাধ্যমে ধারণকৃত ভিডিও যত ইচ্ছা উপভোগ করতে পরবেন।

১২. মাইক্রোসফট এক্স বক্স লাইভ : অনলাইন সার্ভিস মাইক্রোসফট এক্স বক্স লাইভ রয়েছে তালিকার বার নম্বর অবস্খানে। এই সাইটের মাধ্যমে প্রচুর পরিমাণে গেম যেমন ডাউনলোড করা যায় এক্স বক্স লাইভ থেকে। তা ছাড়া এই সাইটের অন্য অপশনগুলোর মধ্যে রয়েছে ফুল রিটেইল সফটওয়্যার স্বাধীন ও বিভিন্ন ধরনের গেম, এক্সপানসন প্যাকেজ মিউজিক। গেমারদের জন্য রয়েছে সাপ্তাহিক ভিডিও আপডেট, টিভি শো এবং এইচডি মুভি। এই সার্ভিসটির জন্য বছরে ৫৯ ডলার ব্যয় করতে হয়।

১৩. অ্যাপল আইপড টাচ : তের নম্বর স্খানে থাকা অ্যাপল আইপড টাচ একটি মিডিয়া প্লেয়ার। আকর্ষণীয় ডিজাইনের এই মিডিয়া প্লেয়ারে রয়েছে ৩.৫ ইঞ্চি মাল্টিটাচ স্ক্রিন। বিভিন্ন উপকারী সার্ভিস যেমন­ মেইল, ম্যাপস, স্টক, ওয়েদার এবং নোট। এটি ওয়াই-ফাই এ তৈরি। সহজে বহনযোগ্য ওজনের এই মাল্টিমিডিয়ার রয়েছে ৪৮০ বাই ৩২০ পিক্সেল। এর দাম ২৯৯ থেকে ৪৯৯ ডলার।

১৪. ক্রেগসলিস্ট : ক্রেগসলিস্ট একটি অনলাইনভিত্তিক ক্লাসিফাইড এবং ডিসকাসন সাইট। পৃথিবীর বহু শহরে চাকরি পাওয়া অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে আরম্ভ করে প্রায় সব কেনাকাটাই এই সাইটটি দিয়ে করা হয়। সাইটটি সম্পূর্ণ ফিন্স।

১৫. স্ক্রাবুলাস : তালিকায় পনের নম্বরে থাকা স্ক্রাবুলাস একটি পিসি গেম। এই স্ক্রাবল গেমটি রাজা এবং জায়া নামে দু’ভাইয়ের তৈরি। এটি ফেসবুকের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফিন্স।

১৬. নিনটেনডো উইই : তালিকায় ষোল নম্বরে রয়েছে গেম কনসোল নিনটেনডো উইই। এটি নতুন গেমারদের জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিভাবে গেমের প্রতি আসক্ত হয়ে যাবেন তা নিজেও বুঝতে পারবেন না। এর দাম ২৫০ ডলার।

১৭. অ্যাপল ম্যাক ওএস ১০.৫ লিপার্ড : এটি অ্যাপল কোম্পানির একটি অপারেটিং সিস্টেম। জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারকারীদের মন জয় করেছে ইতোমধ্যে। এর দাম ১২৯ ডলার। লিস্টে এর অবস্খান সতের।

১৮. অ্যাপল সিনেমা এইচডি ডিসপ্লে : অ্যাপল কোম্পানির ২৩ ইঞ্চি এলসিডি এই মনিটরে রয়েছে ১৯২০ বাই ১২০০ পিক্সেল রেজুলিউশন। এর ইমেজ ও ভিডিও কোয়ালিটি উন্নতমানের। দেখতে আকর্ষণীয় এই মনিটরটির দাম ৮৯৯ ডলার। তালিকায় রয়েছে আঠার নম্বর অবস্খানে।

১৯. টুইটার : টুইটার একটি সামাজিক যোগাযোগ সাইট। ১০০টি প্রযুক্তিনির্ভর পণ্যের তালিকায় এটি রয়েছে উনিশ নম্বর অবস্খানে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এটি একটি নতুন যুগের সূচনা করেছে। ব্যবহারকারী এর মাধ্যমে টেক্সট মেসেজ এবং ব্লগ দু’টিই করতে পারবেন। সাইটটি সম্পূর্ণ ফিন্স।

২০. পাইওনিয়ার কিউরো পিডিপি ফাইভ জিরো ওয়ান জিরো এফডি : কিউরোর আকর্ষণীয় ডিজাইনের এই প্লাজমা এইচডি টিভির দাম এর নামের মতোই বড় অঙ্কের। এর স্পষ্ট কালার এবং ডিপ ব্লাক লেভেল যে কাউকেই মোহিত করবে। কিন্তু এটি কিনতে হলে ব্যয় করতে হবে ৩ হাজার ৫০০ ডলার। তালিকায় এর অবস্খান বিশ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প ভাইয়ের প্রেসিডেন্সিয়াল টিমের সদস্য এর মধ্যে এই তিন জন সদস্য খুবই গুরুত্বপূর্ণ।

লিখেছেন অতনু কুমার সেন , ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

প্রথম জন হলো: জেডি ভান্স, উনি মেবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভদ্রলোকের বউ আবার ইন্ডিয়ান হিন্দু। ওনার নাম উষা ভান্স। পেশায় তিনি একজন অ্যাডভোকেট।

দ্বিতীয় জন হলো বিবেক রামাস্বামী। এই ভদ্রলোক আরেক... ...বাকিটুকু পড়ুন

দেশে ইসলামি আইন প্রতিষ্ঠা করা জরুরী?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০২



বিশ্ব ইসলামের নিয়মে চলছে না।
এমনকি আমাদের দেশও ইসলামের নিয়মে চলছে না। দেশ চলিছে সংবিধান অনুযায়ী। ধর্মের নিয়ম কানুন মেনে চললে পুরো দেশ পিছিয়ে যাবে। ধর্ম যেই সময় (সামন্ত... ...বাকিটুকু পড়ুন

আসল 'আয়না ঘর' থাকতে রেপ্লিকা 'আয়না ঘর ' তৈরির প্রয়োজন নেই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৮


স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য ৫ই আগস্ট সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে অসংখ্য মানুষ কে... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি হাজার কথা বলে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৫৩

আগস্টের ৩ তারিখ আমি বাসা থেকে বের হয়ে প্রগতি স্মরণী গিয়ে আন্দোলনে শরিক হই। সন্ধ্যের নাগাদ পরিবারকে নিয়ে আমার শ্বশুর বাড়ি রেখে এসে পরদিনই দুপুরের মধ্যেই রওনা হয়ে যাই। আগস্টের... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। নিজের বানানো টেলিস্কোপ দিয়ে কালপুরুষ নীহারিকার ছবি

লিখেছেন শাহ আজিজ, ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯






ঢাকায় নিজের বাসার ছাদ থেকে কালপুরুষ নীহারিকার ছবি তুলেছেন বাংলাদেশি অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন। যে টেলিস্কোপ দিয়ে তিনি এই ছবি তুলেছেন, সেটিও স্থানীয় উপকরণ ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

×