লাস্টপাস , একটি জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার। এটা ব্যবহার করলে বাজি ধরে বলতে পারি কারো আর জীবনে পাসওয়ার্ড মুখস্খ করার ইচ্ছা করবে না।
তো এই সফটওয়্যারটি বিশ্বের বিভিন্ন ভাষায় রুপান্তর করার জন্য অনেক সেচ্ছাসেবী দল কাজ করে যাচ্ছে। এর মধ্যে বাংলা ভাষাও আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলা ভাষায় এর রুপান্তর করার জন্য তেমন কোনো সেচ্ছাসেবী চোখে পড়লো না। এখন পর্যন্ত মাত্র চারজনকে দেখতে পাচ্ছি (আমি সহ



....তাই যদি কেউ আপনারা এই কাজটা খুশি মনে করতে চান তাহলে এই পেজে যান। এখানে গিয়ে ছবিতে দেখানো বাটনে ক্লিক করলে ট্রান্সলেশন প্যানেলে ঢুকবেন।
এরপর একেবারে উপরে সর্ববামে একটা বক্স দেখবেন। সেখানে ক্লিক করে "আফ্রিকান" থেকে "বাংলা" সিলেক্ট করলেই বাংলা ট্রান্সলেশন প্যানেল আসবে। এরপর শুরু করুন ভাষান্তরের কাজ।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪১