তেল, দুধ, ঘি; আরও কত কি!
ভেজালে ভেজালে বাজারটা সয়লাব
ভেজালে আক্রান্ত বুদ্ধি-বিবেক
খদ্দের ঠকিয়ে খোঁজে বেশি লাভ।
শত শত ভেজালের ভিঁড়ে
হেঁটে চলি তবু স্বপ্ন নদীর তীরে
যদিও জানি উদ্বাস্ত আজ সততা
বিবেকের তাড়নায় জন্মাবে তবু নির্ভেজাল কবিতা।
যেখানে প্রতিটি চরণে চরণে
আবৃত্তি আর উচ্চারণে
থাকবে দেশপ্রেম নিঁখাদ
শোষণ আর বন্চনার তীব্র প্রতিবাদ।
হে কবি, আছে কি তব সেই সাহস?
তাহলে ছড়াও তোমার কলমের কস
আপস আর তোষামোদ ছেড়ে
নির্ভেজাল কবিতা লিখ ভেজালের ভিঁড়ে