আমি আর বন্ধ দুয়ার খুলতে চাইনি
খিল লাগিয়ে বসেছিলাম সবটা আঁধার করে।
শুনেছিলাম বাহিরে প্রচুর আলোর ঝলকানি,
সালোকসংশ্লেষণে জন্ম নিচ্ছে ফুলের শিশু।
ওসবেও কান পাতিনি কোনদিন,
শুধু ব্যথার চাষে ভরেছিলাম বুকের জমিন।
তবু আরো একবার,
শোকের পাথরে ফুল ফোটাবো বলে
চৌকাঠ মাড়িয়ে গেলেই- জ্বলে যায় ভেতর বাহির।
গিয়ে দেখি এতো আলো নয়- ভীষণ রকম ফাঁদ,
এই জ্বলে আর এই নিভে যায়।
আমি আবারো প্রতারিত হলাম
আলেয়াতে মন পোড়ালাম...
(০৩ মে ২০১৬, পল্টন)
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ৮:২৫