বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে অনেক জল্পনা-কল্পনা চললেও অবশেষে সফরসূচী চুড়ান্ত হয়ে গেলে। কিন্তু এ নিয়ে মিডিয়া ও যথারীতি আমাদের দেশের জনগণ দু'পক্ষে ভাগ হয়ে গেছে। আমি মনে করি পাকিস্তান সফর একটি রাজনৈতিক ইস্যু। যে যাই বলুক আমি বলব বাংলাদেশের পাকিস্তান সফর করা উচিৎ। হয়ত কেউ কেউ আমাকে রাজাকার/পাকিস্তানের দোসর বলতে পারেন। কোন সমস্যা নেই।
যারা বিরোধী তাদের কাছে আমার কয়েটা প্রশ্নঃ
পাকিস্তানে নিরাপত্তা সমস্যা আছে কিন্তু শ্রীলঙ্কায় যখন গৃহযুদ্ধ চলছিল তখন কি ক্রিকেট খেলা বন্ধ ছিল?
এখন কি পাকিস্তানে গৃহযুদ্ধ চলছে?
ভারতে কি সন্ত্রাসী হামলা হয়না?
ভারতের শিবসেনা কর্তৃক ক্রিকেট পিচ ধ্বংশ করার পর কতদিন আন্তর্জাতিক ম্যাচ বন্ধ ছিল?
সমস্যাটা ভারতের মোড়লগিরির না অন্য কোন?
অনেকে বলতে পারেন অন্য কোন জায়গায় তো ক্রিকেটারদের উপর হামলা হয়নি। কিন্তু হামলাটা যে ভারতে মুম্বাই হামলার প্রতিশোধ নয় বা ভারত ইচ্ছাকৃত ভাবে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংশ করার জন্য তা করেনি সেটা কি নিশ্চত?
কেউ কেউ নিরাপত্তার কথা চিন্তা করছেন কিন্তু মনে রাখতে হবে এটা পাকিস্তানের জন্য একটা পরীক্ষা আর এ পরীক্ষায় পাকিস্তান নিশ্চই ফেল করতে চাইবে না।
পরিশেষে বলতে চাই খেলাকে রাজনীতির বাইরে রাখলে সবার জন্য মঙ্গল। আর ক্রিটের স্বার্থে পাকিস্তানের মত দলকে বাঁচিয়ে রাখতে হবে।