বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ, শারীরিক ও মানসিক ভাবে, তার উপর কাজের এত চাপ কোন ভাবেই নিজেকে কোন সময় দিতে পারছি না, তার মধ্যে জানুয়ারির শেষের দিকে এলাকার এক কাছের বড় ভাইকে হারাইলাম, কোন দিন ও ভাবি নাই বড় ভাই সুইসাইড করবে, যদিও এখনো ইনভেস্টিগেশন চলছে, তারপরও এটা অনেক বড় একটা শক ছিল আমার এবং আমার পরিবারের জন্য, ভাইয়ের একমাত্র মেয়ে ছিল আমার বড় মেয়ের বয়সের, উইকেন্ড গুলোতে যখন আমাদের গেট টুগেদার হতো তখন আমরা অনেক কিছু নিয়ে কথা বলতাম, গত বছরের মাঝামাঝি ফ্লোরিডা ট্রিপে ভাই এবং তার পরিবার আমাদের সাথে গিয়েছিলেন। তখনই আসলে ভাইয়াকে কাছাকাছি বোঝার সুযোগ হয়েছিল এবং বুঝতে পেরেছিলাম যে উনি অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন। যাইহোক নিয়তের নির্মম পরিহাস আমাদের সবার মেনে নিতে হবে এবং মেনে নিয়েই আমাদের সবাইকে অগ্রসর হতে হবে।
কিন্তু সত্যিই মানুষ যে বলে মনে দাগ কেটে যায় ঠিক সেরকম একটা বিষয় হয়ে গেছে আমার সাথে, সচরাচর আমি কান্নাকাটি করি না কিন্তু বড় ভাইকে মাটি দেয়ার সময় মনের অজান্তেই চোখের কোন দিয়ে অঝোরে পানি বের হয়ে আসছিল। আল্লাহ উনাকে ভাল রাখুক সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।
আজ হঠাৎ ক্যামেরা নিয়ে বের হলাম, বাসার সামনেই তুলে ফেললাম কিছু ছবি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১। আমি তোমার গভীরে ডুব দিতে চাই, আমি নিজেক রঙাতে চাই তোমার রঙে।
২। তুমি নীরবে দাঁড়িয়ে, চুপচাপ থাক, ভয় নাই তোমার নির্জনে।
৩। কী অপরূপ রূপে সেজেছে সব শ্মৃঙ্খলীত সারিবদ্ধ ধরে।
৪। কেটে গেলে হাত ও পা, আমরা ব্যথা পাই,
গাছেরও তো প্রাণ আছে, বইয়ে পড়িস নাই?
৫। অনন্তকালের ছায়াসঙ্গীকে নিয়ে কেবলই চলে ভাবনা।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৪৫