যারা ক্যামেরা বিষয়ে অভিজ্ঞ তাদের থেকে একটু সহায়তা কামনা করছি
অনেকদিন থেকেই একটা ডিজিটাল ক্যামেরার খুব সখ, কিন্তু বিভিন্ন কারণে কখনও ই ক্যামেরা ই কেনা হয়নি, কিন্তু এবার ঠিক করছি আগামী মাসের মধ্যেই একটা ক্যামেরা কিনবো। কিন্তু ক্যামেরা বিষয়ে আমার জ্ঞান কলসীর তলানির মতো।
আমি মডেল দেখে দুইটা ক্যামেরা পছন্দ করছি। একটি হচ্ছে Fujifilm SL300
ও অন্যটি হচ্ছে Fujifilm S2980
কিছু বিষয় ক্লিয়ারলি বলছি....
১। আমার ক্যামেরা বাজেট ২০,০০০ টাকার মধ্যে
২। আমি প্রফেশনাল না বা হওয়ার ও ইচ্ছা নাই, নিজের শখে ছবি তুলবো তাই ক্যামেরা খুব হাইফাই হওয়ার দরকার মনে করিনা।
৩। দিন বা রাতে ছবি তুলতে হতে পারে তাই ফ্লাশ টা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে।
৪। আমি ক্যামেরা পছন্দ করছি মূলত এর মডেল স্ট্রাকচার দেখে, ডিজাইন টা অনেকটা ডিএসএলআর এর মতো।
যদি কেউ এইরকম Configuration এর মধ্যে অন্য ক্যামেরা ও সাজেষ্ট করেন তাহলে ও খুব ভালো হয়।
আর একটি কথা, আমি বনানীতে Fujifilm er Authorized Dealer এর দাম দেখলাম SL300 এর ২৪,৯৯০ আর S2980 এর ১৫,০০০ এর কিছু বেশী টাকা ৪ জিবি মেমোরী, ব্যাগসহ, এবং ৫ বছরের ওয়ারেন্টী: কিন্তু কালকেই আইডিবির BCS Computer City তে দাম দেখলাম ১৮,০০০ আর ১১,৫০০ টাকার মতো মেমোরী ও ব্যাগ ছাড়া এবং ৩ বছরের ওয়ারেন্টী। আমি ঠিক বুঝতেছিনা কোনটা ভালো হবে এবং কেনো? এ ব্যাপারে কেউ জানালে খুশী হবো।