কি লিখবো বুঝতে পারছি না। কোন কথাই মাথায় আসছে না। অনেক দিন কোন কিছু লিখা হয় না সত্যিকার অর্থে ব্লগে আসা হয় না। দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে এলো ২০০৯ ইং। প্রতিটি মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে এই বছরে। হয় তো কারো জীবনে এই বছর ছিলো দারুন কিছু অর্জনের বছর, আর কারো কাছে হারানোর কষ্ট। দুনিয়া যে আজব জায়গা এটা সবাই জানি। কত কিছু ঘটে যাচ্ছে প্রতি নিয়ত।
একটা গল্প বলিঃ-
যারা সিগেরেট খায় জ্যোতি কখনো তাদের দেখতে পারে না। একদিন স্কুলে যায় নি। পরদিন যখন ক্লাশে গেল তখন ওর বান্ধবী বুনো আর চশমুশ বললো আরে তুমি কাল ক্লাসে আসো নাই কেন?
জ্যোতি বলল কেন কি হয়েছিল?
বুনো বলল আরে জানো না শয়তান বসাক স্যার এসে আমাকে বলে কার ক্লাস। আমি বললাম স্যার আমাদের রুটিন দেওয়া হয়নি। স্যার আমাকে বলল শুনো কোন দিন যুক্তি ছাড়া কথা বল বা না। আমি যুক্তি ছাড়া কথা একদম পছন্দ করি না। আমার তো মেজাজ হল হট মনে হচ্ছিল স্যার কে কয়েক টা গালি দেই। এই খানে যুক্তির কি আছে?????? আর জ্যোতি তুমি তো জানো আমার রাগ উঠলে প্রতিশোধ নেওয়া না পর্যন্ত রাগ থামে না। কি করবো বুঝতে পার ছিলাম না। শয়তান বসাক যে আমাকে এটা বলছে তা না আমাদের ক্লাশের আড়ং মডেলিং আর তার বান্ধবী টিঊব লাইট কে ক্লাশ থেকে বের করে দেয়। আমাদের কমার্স কে যা তা বলে। আমরা কমার্সে পড়ি দেখে কি নষ্ট হয়ে গেছি????? আমরা কি গ্লোডেন প্লাস পাই না। সাইন্সরা সব পায়?? আমি যদি ঐ বদমাইশ স্যারের খবর না করছি আমার নাম বুনো না।
জ্যোতি বলল তারপর কচু শাক-বসাক আর কি বলল???
বুনো বলল আরে ক্লাস শেষ হওয়ার পর আমার গা জ্বলছিলো। কি করবো বুঝতে পারছিলাম না। তাই আমি আর চশমুশ মিলে দোকানে গেলাম সিগারেট কিনতে!!
জ্যোতি তো অবাকঃ- কি সিগারেট????
বুনো বললঃ- আরে তুমি থাকলে তোমাকেও খাওয়াতাম। তুমি খেতানা বলল।
পাশ থেকে চশমুশ বলল জ্যোতি কখনই খেতে না ও এসব পছন্দ না।
বুনো বললঃ- আমি ওকে খাওয়াই ই ছাড়তাম।
জ্যোতি বলল তারপর কি হল?
বুনো বললঃ- প্রথমে দোকানে যাই দেখি এক পিচ্চি ছেলে ওটা কে বললাম বেনসন দিতে, দিল। কিন্তু ওই সময় একটা লোক আমাদের কথা শুনে হা করে তাকিয়ে ছিলো। বোরকা পড়া মেয়ে সিগারেট চায়।
তারপর ভাবলাম ওখান থেকে দিয়াশালাই কিনা ঠিক হবে না। তখন দূরের একটা দোকান থেকে দিয়াশালাই কিনি। তারপর খুজি কোথায় নিরাপদে খাওয়া যাবে। আমাদের ক্লাশের স্নো হয়াইট এর বাসার পাশের একটা বাসায় ডুকি। সেখানের গেট লাগিয়ে দেই। আমরা এমন ভাবে দাড়াই যাতে উপর থেকে কেউ আসলেও আমরা দ্রুত বের হতে পারি।
জ্যোতি বলল তারপর কি?????
বুনো বললো তারপর জ্বালালাম আগুন দিলাম টান সাথে সাথে কাশি আর চোখ দিয়ে পানি। জানো না এত খারাপ লাগছিলো আবার ভালো লাগছিলো তখন আমার রাগ কমতে ছিলো। আমরা টান দেই আর কাশতে কাশতে শেষ। ভিতর তখন পুড়ে যাচ্ছিল । সকালে তো নাস্তা করে আসি নাই, বুঝো কি অবস্থা।
তারপর সিগারেট টা অর্ধেকের বেশি খেয়ে ফেলে দিলাম। মুখ থেকে কত বাজে গন্ধ আসছিলো। তারাতারি চকলেট,চিপস কিনলাম খেলাম কিন্তু কাজ হল না গন্ধ আছেই। তারপর বাকি যা টাকা ছিলো রিকসা ভাড়া রেখে বাকি টাকা দিয়ে আচার কিনি। খাওয়ার পর আবার সেন্টার ফ্রেশ খাই আহ কোন গন্ধ নাই।
তারপর আর কি কাহিনী শেষ। তুমি থাকলে তোমাকেও খাওয়াতাম.........!!!!!!!??????????
জ্যোতি বলল ছি!!! আমি কখনই না, খেতাম না।
বুনো আর চশমুশ বলল দেখো জীবনে সব কিছুর অভিগ্তা থাকা ভালো তবে যতটুকু করা যায়।
বুঝলা।
বছর শেষে এই কাহিনী টা আজ স্মরণীয়...........।
সামনে আমার সামুতে ১ বছর পূর্তি হবে যদিও আমি এই ১ বছরে কোন ভালো লেখা পোস্ট করতে পারিনি আমার পড়াশুনার কারণে। দেখা যাক সামনের ২০১০ সালে কি করি।
সামুর সবাই কে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২১