কেমন আছ তুমি?
জানি তুমি কবিতায় পড়া
নাটোরের বনলতা সেনের মতোই
ভাল আছ.....
ভালো থাকবেই না কেন বলো?
টানা টানা চোখে কালি আজও পড়েনি
হাসলে গালে টোল এখনও পড়ে!,
তবে তুমি জান কি কেমন আছি আমি?
জানি হয়তো জানতে ইচ্ছাও করেনা তোমার!
তবে হাঁ এটা সত্যি
আমি তোমার চাওয়ার মতোই ভালো আছি।
যেটা তুমি হয়তো এখনও সবসময় চাও.....
কিন্তু জানকি ??
তুমি চাইলেও মরণ হবেনা এত সহজে
কারণ আমি যে পাপী,
আমি যে ঋণী!!
আমি যে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে।
তুমি তো জানই সেই চিরসত্য-
"এ বিশ্ব চরাচরে যে যেমন কর্ম করে
কর্ম মত ফল সেই পায়"।
আমিও পাব..........
পেতে যে আমকে হবেই
এ নিয়ে তোমাকে দুঃশ্চিন্তা করতে হবেনা ।
তবে জান কি?
আমি আজও সত্য হতে বিরত নই,
ঈশ্বরের কৃপায় হয়তো আমাকে
বিরত হতেও হবেনা।
এখন সামনে শুধু কিছু লক্ষ্য
যার একটি তুমি অবশ্যই জান।
কিন্তু আর সব জান কি?
বেঁচে থাকলে তোমাকে দেখিয়ে যাব।
জানিনা লক্ষ্য পূরণ হবে কি না!
এ ও জানিনা
এভাবেই ঈশ্বর আমাকে শাস্তি দেবেন কি না!
তবে হাঁ প্রাণপন চেষ্টা করে যাব।
এখন শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা
তুমি ভালো থেকো, সূখে থেকো
শান্তিতে থেকো সবসময়।
তোমাকে কাছে ডাকার দুঃসাহস টুকু নেই
তবে সত্যি কি জান?
তোমাকে ভালোবাসার সৎ সাহসটুকু আজও আছে, ছিল, থাকবে।
এ নিয়েই কেটে যাবে আর অর্ধেক জীবন।
ভালো থেকো......................
ইতি
তোমার
.......................
পিয়াস কুমার
৩১/১১/২০১২ ইং
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৭