সামু ব্লগে পথ চলা যতটা মসৃণ হাবার দরকার , তারচেয়ে মসৃণ আর সুন্দর হয়েছে আমার ।
অথচ যখন প্রথম এসেছিলাম , এখানকার পরিস্থিতি দেখে আমিও ভীত ছিলাম , জানিনা সে আইডি গুলো এখন কোথায় যারা ডাক্তার জানলেই কঠিন ভাবে আক্রমণ করত । আর কেউ ধর্ম বিষয়ক পোস্ট দিলেই জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে দিত । আর ফিমেল ব্লগার দেখলেই ... তাদের ঠিক ব্লগার ভাবতে পারতোনা ।
সেই কঠিন সময়ে একটি আইডি খুলি আমি ।যে কিনা একই সাথে একজন ফিমেল , একজন ডাক্তার আবার ইসলাম নিয়েও পোস্ট দেয় । অত্যন্ত সাহসী একজন ডাক্তার ব্লগে এসেছিলাম ভীত হরিণীর মত ।
যে বিষয় টা নিয়ে লিখার জন্য কী বোর্ড হাতে নিয়েছিলাম , সে বিষয় নিয়ে যদিও আজো লেখা হয়নি ।আমার শিক্ষিত অল্প বয়সী পেসেন্ট কন্ট্রাসেপ্টিভের ভুল তথ্যের জন্য প্রেগন্যান্ট হয়ে যায় , পরবর্তীতে আবার স্পন্টেনিয়াস এবরশন হয়ে যায় ।ভুল তথ্যগুলো দিয়েছিলেন তার অফিসের ফিমেল বস ।
শিক্ষিত সমাজে এত ভুল তথ্যের ছড়াছড়ি দেখে ব্যথিত হয়েছিলাম , সত্যি কথা যেটা মেয়েটির কষ্ট আমাকে কষ্ট দিচ্ছিল , কেন যেন ডক্টর পেশেন্ট রিলেশনশিপের বাহিরে গিয়ে আপন আত্মীয়ার মত তার জন্য কষ্ট পেয়েছিলাম । সে আমাকে রিকোয়েস্ট করেছিল , কিছু লিখতে ।।
“হ্যাঁ লিখব , কথা দিলাম ।“
যদিও সে বিষয়ে ব্লগ পোস্ট আমি দেই নি । আরও পোস্ট দেইনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে যা এখন এক নম্বর মৃত্যুর কারণ আমাদের মহিলাদের । পোস্ট দেইনি জরায়ু মুখের ক্যান্সার নিয়ে যা সহজে প্রতিরোধ করা যায় । পোস্ট লিখিনি বাল্য বিবাহ নিয়ে যার ভয়াবহতার শিকার আমার নিজের সেক্রেটারি ।ভাবি অনেক কিছু লিখা উচিত ।
লিখেছি ,স্তন্যদানকারী মায়ের খাবার দাবারের উপর , শিশু বুকের দুধ পাচ্ছে কিনা তার উপর , হাইপোথাইরয়েড হলেই বাচ্চা হবেনা কথাটা সত্যি নয় , মহিলাদের সৌন্দর্য থাকে পুরুষের অন্তরে ... , লিখেছি একলাম্পসিয়া নিয়ে , এন্টিপারটাম হেমোরেজ নিয়ে , ফরমালিন মুক্ত খাবারের আন্দোলন করে , এন্টিবায়োটিক রেজিসটেন্স নিয়ে , অত্যন্ত সেনসেটিভ বিষয় যৌন আচরণ নিয়ে , এমনকি ধর্ষক নিয়েও ।
হ্যাঁ , এ সব কিছুই কথায় কথায় গল্প করতে করতে পাঠক কে পড়িয়ে দেয়া হয়েছে ।
ধর্মীয় পোস্ট এর মধ্যে সফল ভাবে লেখা হয়েছে , সুরা আবু লাহাব । যা নিয়ে অনেক বিদ্বেষী দের মত আমার মনেও অনেক প্রশ্ন ছিল । প্লাস অন্যান্য আরও অনেক কিছু ।
অত্যন্ত দায়িত্বশীল একটি পেশার কর্মী হিসেবে সময় স্বল্পতার কারণে ব্লগারদের সাথে ভাল আন্তঃযোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়নি । আপনারা ও সেটা জানেন আর জেনেশুনেও সব সময় কি বিপুল উৎসাহ দিয়ে গেছেন ।
কিন্তু আপনারা হয়ত জানেন না , আপনাদের উদারতা কী গভীর কৃতজ্ঞতা ভরে আমি অন্তরে রেখেছি । কত কত পোস্ট আছে আমাকে উৎসর্গ করা । কত পোস্টে আছে , আমিও একজন প্রিয় ব্লগার ।কতটা আপন আমাকে আপনারা মনে করেন যখন আপনাদের ফোন কল গুলো আমি পাই আমি অনুধাবন করি । আর আজে বাজে কয়েকজনের ও দেখা পেয়েছি , তাদের নাম ও ভুলে যাইনি । তাদের প্রতিও কৃতজ্ঞতা । তারা বাজে পরিস্থিতি তৈরি করেছিলেন বলেই আমি ঝাঁঝাঁ টাইপের আরও বন্ধু পেয়ে গেছি । অকৃত্রিম বন্ধুত্ব দিয়ে যারা সম্মানিত করেছেন তাদের স্থান ও মাথায় থাকবে সব সময় ।
সামু ব্লগ আমার অত্যন্ত প্রিয় ।নানা রকম দুর্যোগময় পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধরে ব্লগ এগিয়ে গেছে তা দেখে অনুপ্রাণিত হয়েছি । আমার প্রিয় লিস্টে এমন সব পোস্ট আছে যেগুলি পড়তে পেরে আমি ব্লগার হিসেবে হয়েছি গর্বিত ।
সবার প্রতি কৃতজ্ঞতা ।