(১)
দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে ম্যাসেজ দিয়েছেন আমাকে । প্রধানমন্ত্রীর মেসেজ গত ঈদেও পেয়েছিলাম ।
আমার গত কর্মক্ষেত্রের পান্না ( আমার এসিস্টেণ্ট ) সে একবার প্রধান মন্ত্রীর ফোন পেয়েছিল ।
মনে মনে ভাবলাম তুমি এসিসটেন্ট তোমারে ফোন দেয় আর আমি ডাক্তার , আমাকে ফোন করেনা প্রধান মন্ত্রীর এ ক্যামন বিবেচনা ?
আমি আরো ভাবলাম , ওটি করার সময় বা বিভিন্ন কারণে আমাকে ফোন সাইলেন্ট করতে হয়েছিল , ওই সময় প্রধান মন্ত্রী আমাকেও নিশ্চয় ফোন দিয়েছেন , আহারে মিস করলাম ।
পান্নার সাথে প্রধান মন্ত্রীর কি কথা হল , আমার জিগানোর আগেই পান্না বলতে শুরু করল ,
প্রধান মন্ত্রী ফোন দিয়ে ওকে বলে , “ আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলছি ... “
পান্না হুড়মুড় করে বলল , আসসালামু আলাইকুম ম্যাডাম “
প্রধান মন্ত্রী পান্নাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে নিজের কথা এই বলে টলে শেষ করলেন , তারপর ফোন কেটে দিলেন। শেষ কথাটা ছিল “ আপনার সন্তান কে স্কুলে পাঠান “
পান্না পুরা বেকুব । খুব দুঃখ করে আমাকে বলল , “ আমার কথা কিছুই শুনলোনা , নিজে ফোন করল , নিজেই রেখে দিল । “
একটা রেকর্ড করা ফোন কলে পান্নার প্রতিক্রিয়া দেখে আমি হাসিতে ফেটে পড়লাম । পান্না ও বোকা বোকা ভাবে হাসতে লাগলো ।
(২)
গতকাল ঈদের দিন শুরু করেছি ১০০ মিটার বেগে দৌড় দিয়ে । টুম্পামনি তার ননস কে পায়ে ধরে সালাম করতে এসেছিল । দৌড়ে ছুডুবেলায় আমি পুরুষ্কার হিসেবে সিরামিক্সের বাটি পেয়েছিলাম স্কুলের এনুয়াল গেমসে । টুম্পা অবশ্য হুমকি দিয়ে রেখেছে আমি ১০০ মিটার দিলে সে ২০০ মিটার দিবে , তবুও সালামী উদ্ধার করে ছাড়বে ।
আমি সালামী পেয়েছি ৫০০ টাকা । দিয়েছি ১০০০ টাকা । ৫০০ টাকা নেগেটিভ ব্যালেন্সে আছি । তবে সালামী দেয়ার মধ্যেও আনন্দ আছে । যারা দেয় তারাই জানে ।
তো ভাই ও বোনেরা আপনাদের কে সালাম । আমাকে নিঃশর্ত ভাবে সালামী প্রদান করে এই আনন্দ অনুধাবন করার সুযোগ দেয়া হল ( হাহাহা )
(৩)
মাগরিবের পরে ভাবলাম টিভি দেখবো । কিন্তু এত এডের ভিতর থেকে কিভাবে টিভি দেখা সম্ভব কারো এই বিষয়ে জ্ঞান থাকলে আমাকে ধার দিবেন ।
আমি যতবার পোগ্রাম দেখতে যাই আগামী ৫-৭ দিন কিকি দেখাবে আর ফেয়ার এন্ড পাগলী , এটা সেটার এড দেখতে দেখতে কাহিল । আরেকটা হল খবর । সেখানে কি বলবে আগে থেকেই তো মুখস্থ , “ বড় জামাত শোলাকিয়ায় , হাসপাতালে ডাক্তার নাই রোগীদের ভোগান্তি , আর একটা খবর হল ঢাকা শহর খালি , নগরবাসী স্বস্তিতে আছে । “
সত্যি কথা হল ঢাকা শহরে খালি হয়ে গেলে আমাদের ভাল লাগেনা , যারা চলে গেছে তাদের জন্য মনের কই জানি একটু কষ্ট লাগে ।
সে যাই হোক ঈদের পোগ্রাম দেখার মত যত ধৈর্য দরকার তা আমার নাই । আমি শেষে টম এন্ড জেরি দেখলাম , ডিসকভারি দেখলাম ।
(৪)
ঈদের ২ দিন আগে সামুতে একটা লেখা দিয়েছিলাম । ৭ টি অন লাইন পত্রিকা নিজের সম্পত্তি মনে করে কপি পেস্ট করেছে কোন প্রকার অনুমতি ছাড়া । আমার না হয় ইসলামি পোস্ট ,এভাবে নিয়ে গেলেও ইসলামের প্রচার হল ভেবে শান্তি পাওয়া গেলো ।
যারা কষ্ট করে গল্প কবিতা লিখেন তাদের লেখাও বেনামে চুরি হয়ে যায় । এ থেকে পরিত্রাণ পাবার উপায় হিসেবে ব্লগার খেয়া ঘাট , ব্লগার মইনুল ভাই , ব্লগার মাসুম ভাই ভেবে ভেবে বের করেছেন , লেখাচুরি প্রিভেন্ট করার উপায় হল , “লিখা লিখি বন্ধ করে দেয়া । “
হাহাহা
যারা আমার ব্লগ পড়েন তারা হয়ত খেয়াল করেন নাই , আমার লেখাগুলো সব আমি ময় । একটা ধর্মীয় পোস্ট তাও ডাক্তারি কথাবার্তায় ভর্তি । তো তারা আমার নাম খানা কেটে বেনামে দিয়ে দিতে পারেনি ।
ভাই সকল আপনারা জানেন , নব নিযুক্ত সরকারি চাকরির এত কম পয়সায় কিভাবে সত ভাবে চলব এটা নিয়ে দুশ্চিন্তায় আছি । তাই এখন থেকে খুব কায়দা করে চেম্বারের ঠিকানাটা লেখায় ঢুকিয়ে দিব ভাবছি । হাহাহা । যাহ ! যত খুশি কপি পেস্ট হয়ে যাক সমস্যা নাই । (হাহাহা)
(৫)
এ কয় দিন আচ্ছামত ব্লগে সময় দিলাম । যারা মনে করেন ধর্মীয় লেখা আর ডাক্তারি লেখা ছাড়া আমি আর কিছু লিখতে পারিনা তাদের কথা মিথ্যা প্রমাণ করার জন্য দুঃখী__বন্ধু আরেকটা ব্লগ শুরু করেছি । ওটাতে আমি গোপনে কিছু লেখার চেষ্টা করছি । সবাই ভিজিট না করলেও সমস্যা নাই । তাও এজন্য বলা আমার নিজ হস্তে আঁকা প্রো পিকের মত আরেকটা প্রোপিক যদি দেখেন আপনাদের ঘরে কমেন্ট করে গেছে ,তা হলে আমাকে চিনে নিও ( নিবেন ) বন্ধু । “
(৬)
রোজা তো চলে গেলো । কাল রাতে এশার নামাজ পড়তে গিয়ে দেখি দীর্ঘ তারবী পড়া আর লাগবেনা । আমার মত নয়া ধার্মিক যাদের এশার নামাজ কেই বিরাট লম্বা লাগতো , তাদের তো এশার নামাজ কে খুবি ছোট লাগছে
। সেহেরিতে প্রতিদিন উঠতে পেরেছিলাম , তাহলে এখনো ফজরের অক্ত টা ঠিক মত পড়ার একটা চেষ্টা দেয়া যায় । অবশ্য শয়তান শিকল থেকে মুক্তি পেয়ে গেছে । আযান তো কানে ঢুকেই না , এলার্ম ও না । দেখি কি বুদ্ধি বের করা যায় ।
(৭) ফেইসবুকের একটা ব্যাপার নিয়ে আসতে হল ।
নয়া অনেক মানুষ এড হয়েছেন তাদের সবাই কে বন্ধু তালিকায় স্বাগতম । যারা আমাকে ইনবক্সে পান না , তাদের জন্য , যদি অতি প্রয়োজন হয় , তাহলে পুরো কথা লিখে ইনবক্স করবেন । ডাক্তারদের ফোন নাম্বার , মেইল এড্রেস , আর ইনবক্স সবই ট্রেনের চেইনের মত । এটা অকারণে ব্যাবহার করা যায় না । অকারণে ইউজ করলে রাখাল বালকের মত প্রয়োজনে পাওয়া যাবেনা ।
গাইনি আর অবসের বিষয় ( স্ত্রী রোগ আর ধাত্রী বিদ্যা ) ছাড়া আর কোন বিষয়ে আমার তেমন কোন জ্ঞান নাই । তাই আর কিছু জিজ্ঞেস করে কখনোই লজ্জায় ফেলবেন না এই অনুরোধ টুকু রইলো ।
সবাইকে ঈদ মোবারক ।