ফেসবুক এ ছবি পোস্ট করতে আমাদের অনেক সমই বিরম্বনা পোহাতে হয় । বিশেষত যাদের ইন্টারনেট স্পীড অনেক কম । এক্ষেত্রে ছবি গুলো ছোট বড় করে নিতে হয়, যদি ছবির সংখা অনেক থাকে সমস্যাটা বেশী হয় তখন । বন্ধুগণ এখন এইসব ছবি একটা একটা করে কি করে একসাথে ছোট করতে হয় তা নিয়ে আলোচনা করছি ।
এইজন্যে আমাদেরকে Adobe Photoshop ব্যাবহার করতে হবে , প্রথমেই আমাদেরকে যেকোন ভার্সন এর Adobe Photoshop ওপেন করতে হবে ।
প্রথমেই যে ছবিগুলোকে ছোট করতে চান সেগুলোকে একটা ফোল্ডার এ নিয়ে যান । এবার Photoshop চালু করে ALT+F9 চেপে অ্যাকশান প্লেট নিয়ে আসুন অথবা Window থেকে Actions এ ক্লিক করলেই Action Menu আসবে। অ্যাকশান প্লেট থেকে create New Action Button ক্লিক করুন ( ডান পাশে পাবেন)। নতুন খোলা বক্স Resizeimage লিখে Record বোতাম এ ক্লিক করুন । এবার ctrl+o চেপে ঐ ফোল্ডার গিয়ে নিজের ছবি গুলো থেকে যেকোনো একটি সিলেক্ট করে টাস্কবার image থেকে image size গিয়ে width and height গিয়ে পছন্দ মত মাপ থিক করে দিন । এবার ফাইল থেকে save as কিল্ক করে JPEG (*jpeg, *jpg ) ফরম্যাট নির্ধারণ করে দিন এবং নতুন ফোল্ডার খুলে সেইখানে ফাইলটি সেভ করুন , নতুন ফোল্ডার না খুল্লে আপনার অরিজিনাল ফাইলটির উপর ওভাররাইট হয়ে যাবে এবং অরিজিনাল ফাইল হারিয়ে যাবে তাই অবশ্যই নতুন ফোল্ডার খুলুন। কোন ভাবেই ফাইল এর নাম পরিবর্তন করবেন না। এবার সেভ করুণ jpeg option এর quality box এর 5 লিখে ok দিন (কোয়ালিটি যত বড় দিবেন তত ফাইল সাইজ বড় হবে তাই 5 দেওয়াই ভালো , ইচ্ছে করলে আরো বেশী দিতে পারেন )। এখন action palate থেকে stop button ক্লিক করে রেকর্ড বন্ধ করে দিন। এখন file থেকে automate গিয়ে batch-G ক্লিক করুন। এখন নতুন উইন্ডো তে source-G folder সিলেক্ট choose এ ক্লিক করে যে ফোল্ডার এ ছবি রাখা আছে সেটি দেখিয়ে দিন । একি ভাবে destination থেকেও folder নির্বাচন choose করে , যেখানে নতুন এডিট হওয়া ছবি গুলো রাখতে চান সেটি দেখিয়ে দিন। এই সময় নিউ বক্স আসবে এতে ok করতে থাকুন,যতক্ষন না নতুন ছবি আসা শেষ না হ্য়।
আপনাদের সুবিধার্থে Youtube এর একটি ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক দিলাম
ফেইসবুকে আমি
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:১৯