ইয়াবা আমি সামনা সামনি চোখে দেখিনি। তাই সেবন করার দুর্ভাগ্যও আমার হয় নি।
গুগলকে আমি ফিরিস্তি দিয়েছিলাম ইয়াবা দেখানোর জন্য। এই গুগল জিনিসটা খুব বাধ্যগত। অনেকটা মিনা'র প্রদীপ দৈত্যের মতো। সাথে সাথে আমার ইচ্ছা পূরণ করে দিল। দেখলাম লাল লাল ট্যাবলেট( " Red signal " )। আরও রঙের আছে... কমলা, হালকা সবুজ।
খুব বেশি সুন্দর লাগল না আমার কাছে। কিন্তু যারা তুখোড় "খোর" তাদের কাছে নাকি এটা ভেনাসের ( টেনিস প্লেয়ার না রোমান দেবী ) চেয়েও বেশি সুন্দর মনে হয়। এটা জনৈক " খোর " এর কথা (আমার বানানো না)।
যেহেতু এটা "খোর"দের মাথা পাগল করে দেয় তাই এর থাই নাম ইয়াবা ( Ya Ba )। যার তত্ত্বগত অর্থ " madness drug "। আক্ষরিকভাবে অর্থ হল, " amphetamine "।
তবে উৎপত্তিস্থল থেকে এর নাম " ইয়ামা " ... "ya máa"। এটা বার্মিজ নাম। বার্মায় রাস্তাঘাটে একে ডাকা হয় "Kyal Thee" আর "A Thee"।
ভারতে এর বেশ রসিক নাম আছে " ভুল ভুলাইয়া " ।
ফিলিপাইনে, ইন্দোনেশিয়ায় এর নাম shabú।
তবে নামের ব্যাপারে থাই মানুষেরা অতুলনীয় । স্বাদ গন্ধ বর্ণ সব এরা মাথায় রাখে । এই যেমন উত্তর থাইল্যান্ডে এর নাম "Chocalee" (চোকালি)। মিষ্টি স্বাদ আছে বলে ( খেয়ে দেখিনি, পড়ে দেখেছি )।
একবার লিখেছি "ya máa" ... এর অর্থ হল "Horse drug" । মজার ব্যাপার হল ওরা এটা বানিয়েছিল ঘোড়াগুলোকে তেজী বানানোর জন্য। সাময়িকভাবে তেজী রাখতে চেয়ে আর কি !! আর সাধারণ মানুষ কি করল... ঘোড়ার ঔষধে বাগড়া দিল।
বাংলাদেশেও এটা একটা অসম্ভব জনপ্রিয় মাদক। এদেশেও আদর করে একে নানা নামে ডাকা হয় । যেমন পিল, বাবা, গাড়ি, গুটি, বড়ি ইত্যাদি। (কিনতে গিয়ে জানি নি, পড়ে জেনেছি)
একটু ভাল কথাও বলি । তারুণ্য এক " Divine Gift "। একে মাদকের হাতে দেয়ার আগে দু'বার ভাবলেও কম হবে। প্রয়োজনে কোটিবার ভাবতে হবে।
ইয়াবা কোথায় বানায়, কিভাবে দেশে আসে সে ব্যাপারে পত্রিকার কল্যাণে আমরা সবাই কম বেশি জানি। আমি নতুন করে এসব জানতে পারলাম তাই জানিয়ে দিলাম। আর সেবী'দের ছবি দিয়ে পোস্ট বড় করতে পারতাম কিন্তু ছবিগুলো খুব একটা ভাল মনে হয় নি আমার তাই দিলাম না।