গত বছরের এপ্রিল থেকে আমি একটা কাহিনী লেখা শুরু করি "বাংলাদেশি ড্রিম" নামে। আমার আসলে অন্য একটা উপন্যাস শুরু করার পরিকল্পনা ছিল। শুরু করেও ছিলাম সেটা। কিন্তু হঠাৎ করে বিদ্দুচ্চমকের মতো একটা ভাবনা এসে আমাকে আচ্ছন্ন করে দিলো। সেই ভাবনাটা হলো, আমরা যদি ভয় পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে কেমন হবে? জুলাই-আগস্টের দিকে এই ঘটনাগুলিই যেন ঘটতে লাগল। বিশেষ করে আসাদুজ্জামান খানের কাছে একজন পুলিশের অভিযোগ করার ভিডিওটা "একটা মারলে চলে যায় না, আরেকটা আসে", দেখার পর মনে হচ্ছিল, আমি আর কী লিখব! বাংলার জমিনে তো সৃষ্টিকর্তা নিজেই লিখছেন তার অদৃশ্য কালি দিয়ে! তবে অভ্যুত্থান পরবর্তী নিখাঁদ বাংলাদেশী বাস্তবতাও দেখেছি এবং দেখছি। এইসব অরাজকতা হয়ত আরো বহুবছর চলবে, শেষ হবে না, আর এগুলি নতুন কিছুও না, এসবের মধ্যেই থাকাটা স্বাভাবিক আমাদের জন্যে যেন!
"বাংলাদেশি ড্রিম" একটা অলীক ধারণা মাত্র, কিন্তু তার কিছুটা ঝলক বেঁচে থাকতেই দেখে ফেলেছি, এটা মনে থাকবে সবসময়।
উপন্যাসটি আসছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭