আমরা সবাই রাজনীতি নিয়ে খুব সচেতন হয়ে গেছি। কে ক্ষমতায় আসলে কী হবে তা নিয়ে চিন্তার অন্ত নেই। আচ্ছা, আমরা কি এটার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে সচেতন হতে পারি?
সেটা হলো পরিবেশ ও জলবায়ু।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশগুলি হবে তার একটি বাংলাদেশ। ইতিমধ্যেই এইসব দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। পুরো পৃথিবীর তাপমাত্রা কমিয়ে দেয়া আমাদের একার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা নিজের হাতে যেসব ক্ষতি করছি পরিবেশের তা থেকে কি বিরত থাকতে পারি?
নদী দখল, খাল ভরাট বন্ধ করতে পারব আমরা?
ঢাকার পাশেই একটা খালি দেখলে দখল করা থেকে বিরত থাকতে পারব?
রিয়েল এস্টেট কোম্পানিগুলির আগ্রাসন সীমিত করতে পারব?
প্লাস্টিকের ব্যবহার কমাতে পারব? ঢাকা,চট্টগ্রামে যেভাবে হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে পানির স্তর যে নেমে যাচ্ছে সে খেয়াল আছে?
এগুলি যদি ঠিক করতে না পারি, তো সামনে যে'ই দেশের রাজা হোক না কেন, ভবিষ্যত ফকফকা। ৫০ বছর পর দেশের কয়টা অংশ বাসযোগ্য থাকে দেখে নিয়েন।
এই মুহূর্তে দেশের আপামর জনসাধারণে চোখের মনি ইউনুস সাহেব কিন্তু তার ভাষণে বারবার কার্বন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে খুব জোর দিচ্ছেন। তিনি কিন্তু বাজে কথা বলার লোক না, আপনারা জানেন।
এখন তিনি উদ্যোগ নিলেন নদী দখলমুক্ত করার, কারখানা স্থানান্তর করার, আর আপনারা যায়া তার লোককে বটি দিয়ে তারা করলেন, তাহলে তো হবে না।
বড় কিছু অর্জনের জন্যে ছোট কিছু ত্যাগ করতে হয়। আপনি যদি পরিবেশের কথা না ভাবেন, তাহলে আপনি আপনার সন্তানকে আমার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে লেলিয়ে দিচ্ছেন।
জ্বী, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এভাবেই আমাদের সন্তানেরা একে অপরকে খুন করে শেষ হয়ে যাবে, আর এর জন্যে দায়ী থাকব আমরা।
সংযুক্তি
১।২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ১৭% জমি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তলিয়ে যাবে, যার ফলে প্রায় ২-৩ কোটি মানুষ বাস্তুহারা হতে পারে।
২। প্রতি বছর বাংলাদেশে ৮ লক্ষ টন প্লাস্টিক ব্যবহার হয়, যার মাত্র ৩৬% পুনর্ব্যবহৃত হয়। ২০১৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বঙ্গোপসাগরে প্রতি বছর প্রায় ৭৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য গিয়ে জমা হয়।
৩। ঢাকা শহরের পানির স্তর প্রতি বছর গড়ে ২-৩ মিটার করে নিচে নেমে যাচ্ছে।
৪। ২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, ঢাকা শহরের বায়ুদূষণের মাত্রা WHO এর নির্দেশিত মানের প্রায় ১৬ গুণ বেশি।
বায়ুদূষণের কারণে দেশে প্রতি বছর প্রায় ১ লক্ষ মানুষের অকালমৃত্যু হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৭