১। ভারতের বাঁধ খুলে দেয়াটা আসলে মূল আলোচনার বিষয় না। যে বৃষ্টি হয়েছে,তাতে বাঁধ খুলে দেয়া ছাড়া উপায় ছিল না। ত্রিপুরাতে ইতিমধ্যেই বন্যায় ২২ জনের মৃত্যু ঘটেছে।
২। তাই বলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারত পানির বিষয়ে আমাদের সাথে অন্যায় করছে। তারা সারাবছর পানি আটকে রেখে তাদের সেচকাজে ব্যবহার করে আমাদের নদীগুলিকে মেরে ফেলছে। বর্ষার সময় 'উপহার' দিচ্ছে বানের জল।
৩। ভারত আগে থেকে সতর্ক করে নি, এই ইস্যুতে ঢাকা পড়ে যাচ্ছে যে আমরা বন্যার ব্যাপারটা সিরিয়াসলি নেই নি। ত্রিপুরা তো আরেক পৃথিবীতে অবস্থান করে না, তারা আমাদের পাশেই। কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এর পরিণতি কী হতে পারে তা ফোরকাস্ট করতে ব্যর্থ হয়েছে আমাদের আবহাওয়া বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড। এই বন্যা ঠেকানো যেত না, কিন্তু মানুষগুলিকে সরিয়ে নেয়া যেত।
৪। জুলাই মাসের পত্র-পত্রিকাতেও এসব নিয়ে লেখা হয়েছে। ভারতের তরফ থেকে পরিস্থিতির পূর্বাভাস জানিয়ে প্রেস রিলিজ দেয়া হয়েছে। এই উন্মুক্ত তথ্যের যুগে আমরা কিছুই জানতাম না আগে থেকে এটা বলা লজ্জাজনক।
৫। আমাদের ভৌগলিক অবস্থানই আমাদের বিপক্ষে। ৪৭ এর ভারতভাগ আমাদের সব দিক দিয়েই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আপস্ট্রিমের কিছু অংশ আমরা পেলে ভারত পানি নিয়ে এই স্বেচ্ছাচারী খেলা খেলতে পারত না।
৬। আমাদের উপদেষ্টা আর সমন্বয়কেরা বিজয়ের আনন্দে অন্ধ হয়ে বন্যা পরিস্থিতি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছেন।
৭। জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচী খুবই দূরদর্শী কাজ ছিল। আর আমরা এখন খাল কাটার বদলে খাল ভরা কর্মসূচী পালন করছি! এই পরিস্থিতি থেকে পরিত্রান পাবার পর আমাদের আবার খাল কাটতে হবে। নদী আর খালগুলিকে দখলমুক্ত করতে হবে এবং নদীর সাথে সংযোগের জন্যে প্রচুর খাল খনন করতে হবে।
৮। ভারত যেন আমাদের সাথে পানি নিয়ে স্বেচ্ছাচারী আচরণ করতে না পারে, সেজন্যে তাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক, সব উপায়ে চাপ সৃষ্টি করতে হবে। ভারত বয়কট নতুনভাবে, নতুন উদ্যমে শুরু হোক।
৯।বয়কট_ভারত হ্যাশট্যাগ দিয়ে শাহরুখ খানের সিনেমা সিনেপ্লেক্সে আসলে দৌড়াবেন, তা হবে না।
১০। বিকাশ, নগদ এরা কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে নিবে, কিন্তু ক্যাশ আউট ফ্রি করে দিবে না কয়েকদিনের জন্যে! তালিয়া!
১১। এই মুহূর্তে টাকা-পয়সার চেয়ে বেশি জরুরী হচ্ছে দুর্গত মানুষকে উদ্ধার করা। কিন্তু টাকা পয়সা সামনেও লাগবে। বন্যার প্রভাব অনেকদিন রয়ে যাবে। তখন প্রচুর খাবার,পানি এবং ঔষধ কিনতে হবে। তাই যে যেখানে আছেন, সহায়তা করুন। একজন মানুষও যেন এই সহায়তা কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে না রাখে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২