আপনারা যারা অপু তানভীরের নেয়া মডারেটর কাল্পনিক ভালোবাসার সাক্ষাৎকারটি পড়েছেন, তারা কি শোনেন নি সামুর বিদায়ের ঘন্টা? সেখানে কিছু কথা খুব স্পষ্টভাবেই বলা হয়েছে। সাক্ষাৎকারটি থেকে আমরা যা জানতে পারি,
১। সামহয়্যারইনব্লগ চলছে কেবল এবং কেবলমাত্র জানা আপার ইচ্ছা এবং ব্যক্তিগত অর্থায়নে।
২। জানা আপার কাছে অর্থায়নের প্রস্তাব আসে নি এমন না। তবে তিনি সেগুলি গ্রহণ করছেন না।
৩। কেন? কারণ হলো স্টেকহোল্ডাররা ব্লগের নীতিমালা নিজের মতো করে সাজাতে চান।
৪। কেন? কারণ হলো স্টেকহোল্ডাররা সাইটটাকে অন্যভাবে সাজাতে চান। নিউজ সাইট বা এইরকমভাবে। জানা আপা জানেন, তাহলে আর সামু আর সামু থাকবে না। তাই তিনি এটাও প্রত্যাখ্যান করেছেন।
৫। ব্লগারদের কাছে পেইড সাবস্ক্রিপশন অথবা অন্য একটা প্রস্তাব অনুযায়ী একটা কর্নারে ব্লগারদের নিজেদের পণ্য বা সার্ভিস বিক্রি বা ভাড়া দেয়ার ব্যবস্থা রাখতে হলে সাইটকে নতুনভাবে ঢেলে সাজাতে প্রচুর খরচ হবে এবং নতুন লোকবল লাগবে। এবং তারপরেও যদি সেই পরিকল্পনা সফল না হয়, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী অর্থ না আসে তো সামুর পতন তরান্বিতই হবে।
জাদিদ ঐ সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছে যে কোনো একদিন চূড়ান্ত পোস্ট এসে যেতে পারে যে সামু আর থাকছে না। সেটা কবে তা বলে নি, বা আসবেই তাও বলে নি। তবে সব মিলিয়ে বোঝা যায় আসাটা খুবই সম্ভব, এবং এটাই স্বাভাবিক। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি অ্যাড দিতে চায় না সামুতে। আর সরকারও এই সাইটকে এখনও ভালো চোখে দেখে না। বিনিয়োগ না আসার এটা একটা কারণ। বিভিন্ন বেটিং সাইট থেকে অফার আসে, কিন্তু জানা আপা ওসব অ্যাড সাইটে রাখবেন না।
জানা আপা এখন ক্যান্সারে আক্রান্ত। তার এই চিকিৎসা ব্যয়বহুল। তারপরেও তিনি আমাদের কোনো হতাশার কথা শোনান নি এখনও। কিন্তু বাস্তবতা তো আমরা জেনেই গেলাম!
সুতরাং এখন আমাদের করণীয় কী?
করণীয় হলো, বাস্তবতাকে মেনে নেয়া। শেষ দিনগুলি উপভোগ করার চেষ্টা করা। পুরোনো যেসব বন্ধুবান্ধব আছেন, তাদেরকে আবার ব্লগে ফিরতে বলতে পারেন। সামুর অভিজ্ঞতা তো আর অন্য কিছুতে পাওয়া যাবে না
সবাইকে গ্লুমি স্যাটারডের বিপ্লবী লাল সালাম!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৪