আমার মিতিনের বই বের হতে যাচ্ছে।
আমার মিতিন এখন একজন লেখক!
এই বইটা আসলে আমার লেখার কথা ছিল। আমি অনেকদিন ধরে ভেবেছি, কীভাবে শুরু করা যায়, কীভাবে এগুনো যায়, কীভাবে শেষ করা যায়। এর মধ্যে একদিন সকালে মিতিন বসে টানা কয়েক ঘন্টা কাজ করে লিখে ফেলল আমাদের বিড়ালকে নিয়ে গল্পটা। আমি এবং সবাই পড়ে অভিভূত! এর চেয়ে ভালোভাবে লেখা সম্ভব ছিল না। তখন আমি আমার বই বের করার চিন্তা বাদ দিলাম। কিন্তু বইয়ের নাম কী হবে? বিশাল চিন্তার ব্যাপার না? মিতিনকে জিজ্ঞাসা করলাম। ও সাথে সাথে বলে দিলো নাম "তোতোরোর গল্প"।
তোতোরোর গল্প আসছে টইটম্বুর প্রকাশনী থেকে। হয়তো আজ থেকেই পাওয়া যাবে। স্টল নং ৭৫৭।
বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছে ওর মা ইশরাত জাহান তিথি, যাকে আপনারা চিনবেন ব্লগার সমুদ্রকন্যা নামে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২