"নরকের রাজপুত্র" নামে একটি গল্প লিখেছিলাম আমি বহুদিন আগে। সেই রাতের কথা আজও মনে পড়ে। তখন আমি গল্প নিয়ে ভাবতাম, গল্প বুনতাম, গল্প গাঁথতাম, গল্প পড়তাম এবং সবচেয়ে বড় ব্যাপার- লিখতাম! ২০১১'র মার্চের কোন এক রাতে আমার ঘুম আসছিলো না কিছুতেই। মাথার ভেতর দপদপ করছিলো, শুয়ে থাকতে পারছিলাম না। মনে হলো, কিছু করতে হবে, কিছু একটা করা দরকার। তারপর আমি উঠে বসলাম, এবং টানা ৩ ঘন্টা লিখে আবিস্কার করলাম একটা কিছু হয়েছে, কিছু একটা হয়েছেই বটে! সেই গল্পটার নামই "নরকের রাজপুত্র"। সামু ব্লগে গল্পটা দেয়ার পর অনেকেই খুব পছন্দ করলো। কেউ খুব অপছন্দও করলো। শুনতে হলো নানা তিক্ত কথা, সামাল দিতে হলো নানারকম অনুভূতিকে।
বুলিসর্বশ্ব ধার্মিকতা এবং পঙ্কিলতা ধারন করা সফেদ পোষাকী নীতিবাগীশতার চেয়ে একজন ভালো-মন্দ মেশানো একজন ভানবিহীন মানুষ হওয়া ভালো, এমনই ছিলো থিমটা। খুব তীব্র, সুতীব্র ছিলো এর প্রকাশভঙ্গি। যারা আমার লেখা পড়েন তাদের অনেকের কাছে এটা খুব প্রিয়।
তারপর...তারওপর...অনেক অনেক পরে...অনেক কিছু বদলালো। আমিও বদলে গেলাম। আমি ভেবেছিলাম, সিরিয়াসলি ভেবেছিলাম, গল্প নিয়ে ফ্যাসিনেশন 'সিরিয়াসলি' বিদায় নিয়েছে। ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্য কাজে। কিন্তু এই ফেব্রুয়ারিতে রক্তের ভেতর নাচন তুলছে আবারও ব্ল্যাকমেটালের দেশের মিহি বরফকুচি। আমার ভেতরের নরকটাকে আমি মাঝে মাঝে দেখবো, দেখাবো।
"নরকের রাজপুত্র"র নিবাস এখন বইমেলার অনুপ্রাণনের স্টলে।
স্টল নাম্বার- ৪৯৫ (সোহরাওয়ার্দি) স্টল নাম্বার- ২৩ (লিটল ম্যাগ)।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮