আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে
ব্যারিকেড দিয়ে পথ আটকে রেখেছে সুশৃঙ্খল সুশীলেরা-
কামান গোলার বদলে ফুল আর রঙের রসদ নিয়ে
সাঁজোয়া বাহিনী সাজাচ্ছে আমার বিগত বৎসরের রঙচটা সালতামামি
বাড়ির পাশে নিয়মিত টহল দেয়া তেজী কুকুরটা
আচমকা এই মহড়ার মধ্যে পদপিষ্ট হয়ে মুমূর্ষু চোখে অবিশ্বাসে তাকিয়ে আমার দিকে।
আমায় ক্ষমা কর সারমেয় এবং সম্মোহিতাগণ
আমায় ক্ষমা কর রাশান তরল এবং সুচিত্রিত মায়ারেখা
আমায় ক্ষমা কর কালো সঙ্গীত রচয়িতা এবং নৈরাজ্যবাদীরা
আমায় ক্ষমা কর বাদামী চক্ষু মেয়ে, ঝড়সঙকূল রাতের অনিদ্রিতা
পলায়নের সমস্ত পথ রুদ্ধ হয়ে আসছে
কুশলী কচুপাতায় অশ্রূর টলমলায়নতা
পতনোন্মুখ মৃত্যুল্লাসে ঝাঁপিয়ে পড়ার মুহুর্তে
বৃত্তাকার ক্রীড়াভূমির নিরাপদ মধ্যবিন্দুতে
আবিস্কার করি আমার ক্লীব রূপ
আমি জয়ী নই, পরাজিত নই
মৃত নই, জীবিত নই
ক্লীবত্বের ক্লিশে ক্লাবের কৃশ কেরাণী
আমার শিরা ধরে ঝুলে থাকেনা প্রিয়তমা মৃত্যু
স্টেথোস্কোপ ধরে শীর্ণ মুখে বসে থাকে যমদূত
চারিপাশে তারলিক জীবনের জলোচ্ছাসে
স্টেইনলেস মৃত্যুর স্বপ্ন হাবুডুবু খায় আর ভাসে
কে তিরপল উঠিয়ে জীবনের পিলসুজ জ্বালিয়ে দিয়ে যাচ্ছে
আমার আত্মহত্যা করার সমস্ত পথ রুদ্ধ হয়ে যাচ্ছে ...
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২