হে আল্লাহ সুবহানাহু তা’লা
আমি বলি: আমি অনেক কষ্টে আছি।
আপনি বলেন: “তোমরা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না।” (৩৯:৫৩)
আমি বলি: কেউ জানে না আমার হৃদয়ে কি আছে।
আপনি বলেন: “জেনে রাখ, আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়।” (১৩:২৮)
আমি বলি: অনেক লোক আমাকে কষ্ট দেয়।
আপনি বলেন: “সুতরাং তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। (৩:১৫৯)
আমি বলি: আমার মনে হয় আমি একা।
আপনি বলেন: “আমি তার ঘাড়ের রগ হতেও অধিকতর নিকটতর।” (৫০:১৬)
আমি বলি: আমার পাপ অনেক বেশি।
আপনি বলেন: “আর ক্ষমাই বা কে করতে পারে আল্লাহ ছাড়া?”
আমি বলি: আমাকে ত্যাগ করবেন না।
আপনি বলেন: “অতএব তোমরা আমাকে স্মরণ কর; আমি তোমাদেরকে স্মরণ করব...।” (২:১৫২)
আমি বলি: আমি জীবনে অনেক সমস্যা মোকাবিলা করছি..
আপনি বলেন: “যে আল্লাহকে ভয় পায়, তিনি তার পথ করে দেন।” (৬৫:২)
আমি বলি: আমার অনেক স্বপ্ন আছে, আমি চাই সেগুলো পূরণ হোক।
আপনি বলেন: “তোমরা আমাকে আহ্বান কর, আমি অবশ্যই তোমাদের আহ্বানে সাড়া দেব.. (৪০:৬০)
আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবেন, আল্লাহর জন্য কাজ করুন।
মূল লেখা এখানে