টাইমস অফ ইনডিয়া’র নিবন্ধ
বিএনপির জনপ্রিয়তা বাড়ছে, ভারত দুঃশ্চিন্তাগ্রস্ত
বার্তা২৪ ডেস্ক
নয়া দিল্লি, ২৯ আগস্ট: ভারতীয় ইন্টেলিজেন্স ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কমছেই- অন্যদিকে আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির জনপ্রিয় বৃদ্ধির আলামত ‘ক্রমশ বেশি পরিমাণে দৃশ্যমান হচ্ছে’- ফলে বিএনপির ক্ষমতায় আসার ‘ নিয়ে ‘দুঃশ্চিন্তাগ্রস্ত’ হয়ে পড়েছে ভারত। বুধবার এমনি একটি নিবন্ধ প্রকাশ করেছে ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অফ ইনডিয়া।
ভারতী জৈন’র লেখা নিবন্ধে বলা হয়, শেখ হাসিনাকে ভারতের হাতের পুতুল বলে অভিহিত করে আসছেন খালেদা জিয়া। সরকারের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ হিসেবে একে ইঙ্গিত করা হয়।
নিবন্ধে বলা হয়, ক্ষমতায় থাকার স্বাভাবিক পরিণতি হিসেবেই আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে। এই জনপ্রিয়তায় ধস ঠেকাতে ভারত আগ্রহী। শেখ হাসিনা ভারতের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় করতে পারেননি- বাংলাদেশে এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গী প্রতিরোধে ছিটমহল বিনিময়, পদ্মা সেতুতে অর্থায়ন ও তিস্তা চুক্তি অনেক প্রভাব ফেলতে পারতো। কিন্তু কেন্দ্রে ক্ষমতাসীন ইউপিএ জোটের অংশীদার- পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের আপত্তির কারণে তিস্তা চুক্তি করা যাচ্ছে না।
কিন্তু বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি ও ক্ষমতায় আসা নিয়ে ভারত দুঃশ্চিন্তিত কেন? এর পেছনের কারণ হিসেবে দেখানো হয়, বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্ত সংলগ্ন সাতবোন অঞ্চলের রাজ্যগুলো ভারতের সঙ্গে একীভূত থাকা নিয়ে উদ্বিগ্ন ও দুঃশ্চিন্তাগ্রস্ত ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থাগুলো। প্রসঙ্গত, এ অঞ্চলে প্রচুর সশস্ত্র সংগঠন নিজ নিজ রাজ্যের ‘স্বাধীনতা’ কিংবা নিজস্ব নৃতাত্তিক জনগোষ্ঠির জন্য বৃহত্তর স্বায়ত্বশাসনের দাবিতে লড়াই করে আসছে।
আসাম, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরা’র এই সংগঠনগুলোকে ‘অন্তর্ঘাতী গোষ্ঠি’ আখ্যা করে এই নিবন্ধে বলা হয়, শেখ হাসিনার সরকার এদের দমন করতে ভারতকে ‘নজিরবিহীন সহযোগিতা করেছে।
টাইমস অফ ইনডিয়া লিখেছে, ‘‘যাই হোক, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের শাসনের জনপ্রিয়তা কমছে, প্রতিদ্বন্দ্বি বিএনপির জনপ্রিয়তার ভিত্তি বাড়ছে, সংস্থাগুলোর ভয় এই যে খালেদা আবারো ক্ষমতা পেলে বিগত বছরগুলোর এই অর্জন শেষ হয়ে যাবে।’’
নিবন্ধে বলা হয়, ‘মৌলবাদী সংগঠনগুলোর এবং বিএনপির জোটের অংশীদার জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কযুক্ত নাশকতামূলক উপাদানগুলো’ নিয়েই ‘ভয় ভারতের নিরাপত্তা সংস্থাগুলো’র।
ভয়ের বিবরণ দিয়ে নিবন্ধে বলা হয়, এরা ‘পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসী সংগঠনগুলোকে ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দেয়া ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের (সাতবোন অঞ্চল) অন্তর্ঘাতী গোষ্ঠিগুলোকে পৃষ্ঠপোষকতা ও আশ্রয় দেয়ার কাজ আবারো শুরু করবে।’
বলা হয়, ‘হাসিনার পায়ের তলার মাটি ফিরিয়ে আনতে আগামী বছরজুড়ে প্রচেষ্টা জোরদার হলেও’ জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা নয়া দিল্লিতে বলছেন যে ‘খালেদার জোটের ক্রমশ বাড়তে থাকা জনপ্রিয়তা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রত্যাশিত নির্বাচনের কাছাকাছি সময়ে কমে যেতে পারে’, কারণ হিসেবে জোট নেতাদের ‘দুর্নীতির মামলায় ভারাক্রান্ত থাকা ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতাদের অপরাধী সাব্যস্ত হবার সম্ভাবনা’র কথা বলা হয়।
বার্তা২৪ ডটনেট/এমএ/এসএ
Click This Link
মূল নিউজ