
...আমার এ দু'চোখ তোমাকে দেখার জন্য নয়,
আমার এ দু'চোখ তোমাকে খুঁজে না,
আমার এ দু'চোখ তোমাকে দেখার জন্য নয়,
এক চোখ আমার শুধু সমুদ্র দেখবে,
আরেক চোখ দেখবে জোছনা,
আমার এ দু'চোখ তোমাকে দেখার জন্য নয়,
আমার এ দু'চোখ তোমাকে খোঁজে না,
তোমাকে দেখবো বলে আমি স্রষ্টার কাছ থেকে পেয়েছি-
"তৃতীয় চোখ" ....
