চ্যানেল ২৪ এ একটু আগে ডেস্টিনির চেয়ারম্যান আসছিল... কিন্তু একটা কলারও ডেস্টিনিকে খারাপ বলল না। সবাই কেমন যেন একটু সাফাই ই গাইল ডেস্টিনির পক্ষে! একজন বলল এমএলএম লিগাল করা হক, আরেকজন বলল ইউনিপেটুইউ নাকি ভুয়া ছিল কারন অরা ১ বছরে টাকা ডাবল করার স্কিম এনেছিল, আর ডেস্টিনি নাকি ১০ বছরের স্কিম করে তাই তা বাস্তব সম্মত! আর ডেস্টিনির চেয়ারম্যান সাহেব তো পুরা অস্বীকার করলেন এই বলে যে কিছু কর্মী আছে জারা ডেস্টিনির নিয়ম না মেনে মানুষ ঠকাচ্ছে, এর সাথে ডেস্টিনির কোনই সংশ্লিষ্টতা নেই!
তবে কি অনুষ্ঠানটা সাজানো ছিল? কিভাবে একজন কলারও এমন কেউ ছিল না যে কিনা ডেস্টিনি দারা ক্ষতিগ্রস্ত হয়েছে? কেন একজন কলারও শালাকে একটা গালি দিল না? একটা গালি কি তার প্রাপ্য ছিল না? জচ্চুরি না করে কিভাবে একটা কম্পানি ৩ বছরে ২৩ কোটি থেকে ৫ হাজার কোটি টাকা তে সম্পদ উন্নত করতে পারে?
আর যদি ডেস্টিনি আইনগতই হয় তাহলে এত যে শুনি ডেস্টিনি করে সর্বস্বান্ত হওয়া মানুষের কথা, সব কি মিথ? এমন কি আজকেও খবর আসল এক ডেস্টিনি কর্মী আত্মহত্যা করেছে। আমার এক কাজিনও নাকি কিছু টাকা ধরা খেয়েছিল... তবে তা অনেক আগের কথা, তাই বিস্তারিত জানি না। তবে এমএলএম যে মানুষকে ধকা দেবার অন্যতম ব্যাবসা এতুকু তো সবাই বোঝে।
যুবক, ইউনিপে, ডুল্যান্সার...কত কিছুই এল, লাখ লাখ লোক কে নিঃস্ব করে চলেও গেল...এই ডেস্টিনিও ব্যাংক একাউন্ট এর টাকা উঠিয়ে যাওয়ার পায়তারা করছে না তো?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ রাত ১:৪০