
----------------------------------------------------------------------------------
::....................................:: নোটিশ বোর্ড ::.......................................::
প্রিয় ব্লগার, আপনাদের জন্য জানাচ্ছি যে, বাংলা ভাষায় যে সব ব্লগ রয়েছে, তার মধ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্লগ গুলোকে নিয়ে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে একটি গ্রুপ করা হয়েছে। যার নাম "বাংলাদেশ অনলাইন ব্লগার্স কমিউনিটি "। তবে, গত মার্চ ২০০৯ তারিখ হতে এই গ্রুপটি স্বেচ্চাসেবক দল হিসেবে "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর " কার্যক্রমের আয়োজক -এর প্রতিনিধি হিসেবে একটি "সেল" তৈরি করে কাজ করেছে। সেই সেলের আহবায়ক এবং সমন্বয়ক ছিলাম আমি এবং মাহমুদুল হাসান রুবেল ( যে আজ এই ব্লগ থেকে চির তরে ব্যান)।
স্বচ্ছ বাংলা ব্লগিংয়ের আশা নিয়ে চারটি বাংলা ব্লগ সাইটকে নিয়ে তৈরি হওয়া এই কমিউনিটি কোন নেতৃত্বদান কারী কমিউনিটি নয়। এটি সব ব্লগারদের এক কাতারে দাঁড় করানোর একটি সামান্য প্রচেষ্টা মাত্র। যাতে আমরা আমাদের সবার সাথে যোগাযোগ রাখতে পারি এবং বিভিন্ন সামাজিক কাজে নিজেদের যৌথ অংশ গ্রহণ নিশ্চিত করতে পারি।
আমি আশা করবো, আপনারা এই গ্রুপটিকে যুক্ত হবেন এবং সবার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ার চেষ্টায় রত হবেন।
ধন্যবাদান্তে
অরণ্য আনাম
=================================================
বিশেষ দ্রষ্টব্যঃ দয়া করে কোন প্রকার "শিবির-জামাত" সমর্থক, কর্মী, রাজাকার সমর্থক এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ব্লগার এই গ্রুপে যুক্ত হ্ওয়া তো দূরের কথা, কোনদিন ঢুকেও দেখবেন না।

=================================================
ব্লগ কর্তৃপক্ষ-র প্রতি আমার কিছু জিঙ্গাসা ছিল নিচের পোষ্টে:

লিংক এ যান:
যদি কিছু মনে না করেন!!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ রাত ৩:২৫