ছবি আদান-প্রদান এবং প্রদর্শনীর অন্যতম ওয়েব সাইট হচ্ছে flickr.com । এখানে আমার একটি Pro-account আছে ২৫ ডলার দিযে কেনা, শুধু মাত্র আমার ছবি গুলো রাখার জন্য এবং প্রদর্শনীর জন্য।
আমার ফটো স্ট্রিম

অনেক সময় শুনি এবং দেখি অনেকের ছবি চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কাজে। তবে, এবার সে শিকারের শিকার আমি নিজেই। আজ একজন আলোকচিত্রী বন্ধুর মেইল পেলাম। তাতে সে একটি লিংক দিয়ে জানালো, যে আমার ছবি নাকী এখানে আছে!!! আমি তো পুরো অবাক....
শিক্ষিত! লোকটির ফটোস্ট্রিম

তার প্রফাইল

দেখলাম, এই ব্যক্তিটি আমার সব ছবি চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। তার প্রফাইল দেখতে গিয়ে আমি আরো অবাক। তিনি রিতি মতো একজন প্রকৌশলী। পড়ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তার ঠিকানাও দেয়া আছে, সাথে ফোন নাম্বার। কল করলাম। কিন্তু বন্ধ।
এই কী হলো আমাদের শিক্ষিত সমাজ....