প্রথম আলো রিপোর্ট খুবই গুরুত্বপূর্ন। সরকারের উচিত এই পরিপত্র দ্রুত বাস্তবায়ন করা।
ট্রাভেল এজেন্সি কে বাাঁচানো সরকারের কাজ না। সরকারের কাজ জনগন কে বাঁচানো। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে, যারা হজ করতে যাবে, যারা চিকিৎসার জন্যে বিদেশ যাবে ,তাদের উপর ট্রাভেল এজেন্সির কেন এত মরন ফাদ। ৩৫ বছর ধরে কম তো ইনকাম করেনি।
৫০হাজারের টিকেট ১লাখ ৫ হাজারে কিনতে হয়, ৭৫ হাজারের টিকেট দেড় লাখে কিনতে হয়। কেন রে ভাই। দেশের সবাই কি তোদের মত মারিং কাটিং ব্যবসা করে। এসি রুমে কয়েকটা কম্পিটার নিয়ে বসে দালালি করে?
ভন্ডের দল সব। ড: ইউনূস সাহেব , দয়াকরে ভোক্তার দিকে তাকান। ব্যবসায়ীর দিকে নয়। বাংলাদেশ এয়ার লাইন্স এবং উড়োজাহজ শিল্প এই সব জোচ্চর ট্রাভেল এজেন্সি জন্যে লস খায়। মানুষ ঠকে।
প্রস্তাবিত পরিপত্র শীঘ্রই বাস্তবায়ন হোক। সৎ এজেন্সি টিকে থাক।