আবারো হতাশাজনক পার্ফমেন্স, ক্যাচ মিসের মহড়া! নাজমুল হাসান পাপন বলে দিয়েছেন, 'এবার আর কারো মাফ নেই।'
গতোকাল, ২৫ শে মার্চ রাতেই বসেছিলেন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। শুরুতেই আকরাম খানের অভিযোগ উঠলো হতাশাজনক ফিল্ডিং নিয়ে। এরপর বাজে ব্যাটিং বাজে ক্যাপ্টেনসি নিয়েও কথা বললেন বোর্ডের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা।
কিছৃ গুরুত্বপূর্ণ কথাবার্তা নিচে তুলে ধরা হলো:
পাপন: কি, কি, কি পাইসো? পাড়ার মাঠ এটা, পাড়ার খেলা? ক্যাচ মিস করো, পায়ের তল দিয়ে বল যায়! তোমার ভায়েরা জিয়ার ওভারে দুইটা ক্যাচ মিস করলো? ঘটনাটা কি?
মুশফিক আত্বসমর্পনের ভঙ্গিতে বললেন, "আমরা কি করতে পারি বলেন, আমাদের একজন ভালো ফিল্ডিং কোচ নেই, সব দলেই একজন স্পেশালিষ্ট ফিল্ডিং কোচ থাকে!"
পাপন: তুমি সবসময়ই বেশী কথা বলো। ফিল্ডিং কোচ এসে কি তোমাদের ক্যাচগুলো ধরে দিবে?
আকরাম খান মুশফিকের পক্ষ নিয়ে বললেন, আমাদের আসলে একজন স্পেশালিস্ট ফিল্ডিং কোচই শুধু নয়, আমাদের স্পেশালিস্ট বোলিং কোচ অথবা স্পেশালিস্ট ব্যাটিং কোচও নেই! স্টুয়ার্ট ল' এর সময়ে আমরা এশিয়া কাপের ফাইনালে গিয়েছিলাম। ল' দায়িত্ব ছেড়ে দেয়ার পর পাইবাসকে আমরা কিছুদিন পেয়েছিলাম। কিন্তু পাইবাস বলে যাবার পর বোর্ড থেকে ভালো একজন হেড কোচ আনার তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি! আমাদের সহকারী কোচই এখন হেড কোচের দায়িত্ব পালন করছে!!
পাপন: কোচ এসে কি করবে, হ্যা? কোচ এসে ব্যাটিং করিয়ে দিবে? শোনো আমি ক্যাপ্টেন হবো, আমি.... দেখবা কিভাবে দলকে জেতাই... মুশফিকতো প্রতিম্যাচেই ভুল করে, আজকেও ১৯তম ওভারে জিয়াকে আনলো! ওর জন্যা আজকের ম্যাচে প্রথম ওভার ছিলো। ১৬ রানতো কমই দিয়েছে! মুশফিকই না বলেছিলো ও পার্টটাইম বোলার, তাহলে ওকে কেনো ১৯ নম্বর ওভার দিলো মুশফিক? যাই হোক, সবাইকে আমি বাদ দিয়ে দিচ্ছি... ফারুক কোথায়? ফারুক.....
ফারুক: পাপন ভাই, এই যে আমি..
পাপন: শোনো ফারুক, নতুন একটা দল করো। আমি শুধু কয়েকটা পজিশন ঠিক করে দিচ্ছি। মুশফিককে দলে রাখবা, ও পানি টানবে, দ্বাদশ খেলোয়ার, বুঝলে তো? আর ওর ভায়েরা ৬ নম্বর পজিশনে নামবে। স্যার ফরহাদ রেজার পজিশন কিন্তু ৭ নম্বরেই....
আমি আর তুমি ওপেন করতেছি। ১৯৯৯ আইসিসি ওয়ার্ল্ডকাপে স্কটল্যান্ডের সাথে খেলায় যেনো তুমি কত করেছিলে? ২৪ বলে ৭ না ? যাই হোক ওরকম খেললেই হবে। নাসিরকে দলে রেখোনা, নাসিরের জায়গায় মেহজাবিনকে সুযোগ দাও... আর তামিমকে বেশী বেশী করে ডানো খেতে বলো..
ফারুক: পাপান ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে একদিনের জন্য সিঙ্গাপুর চলে যেতে পারেন, খেলার দিন সকালে চলে আসলেই হবে। আমি এমন দল করবো কেউ হারাতে পারবে না আমাদের...
সভা শেষে পাপন বাসারকে ইঙ্গিত করে বললেন, "বাসার ইজ অলওয়েজ গ্রেট, কোনো কথা বলে না"। নান্নু কোথায়? ও থাকলে নিশ্চয়ই একটু হলেও মাথা নাড়াতো.....
---------------------------------------------------------------------------
টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের জন্য সেরা একাদশ নির্বাচন করেছে নির্বাচক কমিটি। নির্বাচকদের, বিশেষ করে ফারুক আহমেদের দাবী টিমটা অনেক ব্যালেন্সড হয়েছে, এই দলে রয়েছে মাটি কামড়ে মারকাটুরে ব্যাটসম্যান(ফারুক), মিডল ওর্ডারে অবস্থা বুঝে খেলার ধরন বদলানো এরশাদ, ভায়েরার মতো ফিনিসার এবং স্যার ফরহাদ রেজার মতো হার্ড হিটার... আরও রয়েছেন দেশপ্রেমিক সৈয়দ আবুল হোসেন..
সেরা একাদশ:
১. নাজমুল হাসান পাপন (ক্যাপ্টেন)
২. ফারুক আহমেদ
৩. মহিউদ্দিন খান আলমগীর
৪. আবুল মাল আব্দুল মুহিত
৫. এরশাদ (উইকেট কিপার)
৬. ভায়েরা মাহমুদুল্লাহ রিয়াদ
৭. স্যার ফরহাদ রেজা
৮. মেহজাবিন
৯. এইচ টি ইমাম
১০. রাকিব উদ্দিন আহমেদ (সিইসি)
১১. সৈয়দ আবুল হোসেন (দেশপ্রেমিক)
এই দলের হেড কোচ: শেখ হাসিনা
ফিজিও: ষাহাড়া খাতুন
----------------------------------------------------------------------------
দল আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কথা হলো, আমরা কবে দায়িত্ব নিয়ে কাজ করতে শিখবো? যার যেটা দায়িত্ব সে যদি সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করে তবে কি আমাদের এতো ভালো ভালো খেলোয়ার নিয়েও নির্লজ্জের মতো হারতে হয়? খেলোয়াররা কেনো শতভাগ দিতে পারছে না তা নিয়ে বোর্ড কি আলাদা করে কিছু ভেবেছে? আমরা কি এর চেয়েও খারাপ দল নিয়ে জিতিনি? আমাদের কেনো একজন ভালো হেড কোচ নেই? কেনো একজন বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং স্পেশালিস্ট কোচ নেই? যেই বিপিএল খেলার পর আমাদের খেলোয়ারেরা নিয়মিত ভালো খেলতে শুরু করেছিলো সেই বিপিএল কেনো এবছর আয়োজন করা হবেনা? বোর্ডের উধ্বর্তন কর্মকর্তারা কি এসব নিয়ে ভাবেন, নাকি সিঙ্গাপুর গিয়ে ঘুরে বেড়ান?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১:০০