আপনি জনপ্রিয় হতে চান?
পৃথিবীতে, একটা দেশে, একটা সমাজে কিংবা কিছু মানুষের কাছে আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে যান তবে অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাও ৯০ ভাগের বেশী। আর এটা যদি হয় ভার্চুয়াল জগতে তবে এর সম্ভাবনাটা শতভাগ ধরে নিতে পারেন।
ভার্চুয়াল জগতে জনপ্রিয় হওয়ার জন্য বেশ কিছু সস্তা বিষয়বস্তু রয়েছে। এই সস্তা বিষয়বস্তুগুলোকে খুব ভালোভাবে কাজে লাগায় কিছু সস্তা পাবলিক। এদের আসলে কোনো কাজকর্ম নেই! কেনোনা কাজকর্মই যদি থাকতো তবে এই সস্তা জনপ্রিয়তার পেছনে এরা ছুটতো না। যারা দেশের জন্য কাজ করছেন, যারা কর্মসংস্থান তৈরী করছেন, আমি তাদেরকে অনুরোধ করবো এইসমস্ত কতিপয় আ.ম. টাইপের লোকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরী করুন। নয়তো এরা ধীরে ধীরে মানসিক রোগী হয়ে পড়বে।
আমরা সাধারণ ব্লগাররা চাইনা এদেশে মানসিক রোগীদের সংখ্যা বাড়ুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



