মাইনাস বাটনের নিয়ন্ত্রনটা লেখকের হাতেই ছেড়ে দিলে কেমন হয়?
সামহ্যোয়ারইন এর মাইনাস বাটন তুলে নেয়ার ব্যাপারটা অবশ্যই ভালো উদ্দ্যোগ ছিলো। অনেকেই হয়তো কারনে অকারণে মাইনাস বাটনের অপব্যাবহার করতো। ব্লগে অনেক ধরনের গ্রুপিংও রয়েছে, যারা গ্রুপিং করে মাইনাস দিতো।
পরিবর্তনটা অবশ্যই ভালো উদ্দ্যোগ ছিলো, প্লাস-মাইনাস বাটনের বদলে শুধুমাত্র "ভালোলাগলো" বাটনটি যোগ করলো সামহ্যোয়ার ইন। কিন্তু সামহ্যোয়ারইন ব্লগের স্বকিয়তাই ছিলো কিন্তু প্লাস মাইনাস বাটনদুটো।
কিছু কিছু লেখা আছে যেগুলোর ভালো লাগা এবং খারাপ লাগা পাঠকের সংখ্যা প্রায় কাছাকাছি। পাঠকরা এখন তাদের ভালোলাগা, বাটন চেপে প্রকাশ করতে পারছে, মন্তব্য করছে, সামাজিক যোগাযোগের সাইটে শেয়ার করছে, কিন্তু যাদের ভালো লাগলো না, তারা হয়তো মন্তব্যও করছে না।
"ভালো লাগেনি" বাটনঃ
একটি পোষ্ট প্রকাশের সময় ডানপাশে "মন্তব্য প্রকাশ" ট্যাবটিতে যেমন তিনটি অপশন দেয়া হয়, যেখানে ডিফল্ট "সরাসরি প্রকাশিত হবে" চেক বক্সটি টিক দেয়া থাকে, তেমনি করে আর একটি ট্যাব সংযোজনের অনুরোধ করলাম সামহ্যোয়ার ইন কতৃপক্ষকে।
এই নতুন ট্যাবটিতে ভালো লাগলো এবং ভালো লাগেনি দুটো চেক বক্স থাকবে। ডিফল্ট ভালো লাগলো বাটনটি চেক দেয়া থাকবে, লেখল চাইলে ভালো লাগেনি চেকবক্সটিতে টিক দিয়ে দিতে পারবেন। তাহলেই সেই পোষ্টে "ভালো লাগেনি" বাটনটি যুক্ত হয়ে যাবে।
অথবা লেখককে শুধু একটাই অপশন দেয়া হোক, যেখানে ভালো লাগেনি চেক বক্সটি খালি থাকবে। লেখক চাইলেই সেই চেকবক্সটি টিক দিয়ে মূল লেখায় ভালো লাগেনি বাটনটি যুক্ত করতে পারবেন।
আমি একজন ক্ষুদ্র ব্লগার হিসেবে সামু কর্তৃপক্ষকে নতুন করে ভাবার অনুরোধ জানালাম। এবং ব্লগটাকে আমরা অনেকেই পছন্দ করি। ব্লগের জন্য, ব্লগারদের জন্য যা কিছু ভালো আশারাখি সামু কর্তৃপক্ষ সেদিকে নজর দিবে।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৪৫