সামারে প্রতি বছর একটা সামার ছবি ব্লগ পোষ্ট করি। কিন্ত এবছর করোনার কারনে এখনো করতে পারিনি। করোনা মানুষের জীবনকে অনেকটাই স্থবির করে দিয়েছিল কিন্ত প্রকৃতি বয়ে গিয়েছে আর আপন গতিতেই । যেই সামারের জন্য চাতক পাখির মত অপেক্ষায় থাকা হয় সেই সামার শুরু হয়ে এখন প্রায় শেষের দিকে, দিন অনেকটাই ছোট হয়ে এসেছে।তাই আর দেরী না করে আপনাদের জন্য আমার সামার ফটোব্লগ।
১।
ফুল আল্লাহ তায়ালার এক অপূর্ব সৃষ্টি । কি নিপুণতায় আল্লাহ এদের সৃষ্টি করেছেন , এদের সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হয় সুবাসে হই আবেশিত।
২।
বসন্তের আগমনে সৃর্যিমামার মিষ্টি হাসির ঝলকানিতে, ফুলকলি তোমারাও জেগে উঠো তোমাদের মায়াবী সৌন্দর্য নিয়ে।।
৩।
ফুলে ফুলে ছেয়ে আছে আপেল গাছ।
৪।
তুমি নিঃস্বার্থভাবে বিলিয়ে দাও তামার সুগন্ধি , তোমার অনুরাগীরাও এতে খুশী।
৫।
বেলা শেষে গোলাপ গুলো ঝরে যায়, রেখে যায় নিপ্পন । এটা থেকে তৈরী হয় সুস্বাদু ছুপ।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
ফুলগুলো এখন আর নেই, আছে শুধু আপেল।
১৬।
কি কথা বলিতে চাও ওগো প্রানের সখা।
১৭।
এতো দেখি বাংলা সিনেমার মত এক দৌড়ে বড় হয়ে গেল।
১৮।
একা থাকতে কারো ভালো লাগে না ।
১৯।
২০।
আমি ফটো ব্লগের শেষ ফটো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা । সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৭