আইএমডিবি - ৭.৮/১০
রিলিজ- ২৮শে সেপ্টেম্বর,২০১২
অভিনয়ে- জোসেফ গর্ডন, ব্রুস উইলিস, এমিলি ব্লান্ট.....
রাইয়ান জনসনের লেখা এবং পরিচালনা করা মুভি Looper। কাহিনীটা দর্শকদের জন্যে বোঝা একটু সহজই। কাহিনী মূলত ২০৪৪ সালের। টেকনোলজির দিক দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু খুনোখুনি কমেনি। ছবিতে দেখানো হয়, আগামী ২০৭৪ সালে মাফিয়ারা মানুষ খুন করে লাশ গুম করতে পারে না। এদের লিডার হচ্ছে The Rainmaker। তারা লোকদের অপহরণ করে টাইম মেশিনে করে ৩০ বছর আগে পাঠিয়ে দেয় (২০৪৪ সালে)। ২০৪৪ সালের ভাড়াটে খুনিরা, যাদেরকে বলা হয় লুপার, হত্যা এবং লাশ গুমের কাজটি সারে।
কিন্তু একসময় প্রত্যক লুপারকে তার ভবিষ্যৎ সত্ত্বাকে খুন করতে হয়, তার নিজেরই ৩০ বছর পরের রূপ তার কাছে খুন হবার জন্য টাইম মেশিনে করে আসে। জোয়ি এরকম একজন লুপার, কিন্তু তার ভবিষ্যৎ সত্ত্বাকে সে খুন করতে পারে না, পালিয়ে যায়। তার ভবিষ্যৎ রূপ পালিয়ে গিয়ে আগামী ৩০ বছরের প্রতিশোধ নিতে চায়, খুঁজতে থাকে দা রেইনমেকারের শৈশবকে! ৩০ বছরের ক্ষতি সে ভবিষ্যতে আর হতে দেবে না!
এভাবেই এগিয়ে যায় মুভির কাহিনী ।
যারা Inception, Memento মুভিগুলো দেখেছেন তাঁদের কাছে মুভিটা ইন্টারেস্টিং মনে হবে বলে আশা করি; ইদানীংকালে এই কনসেপ্টে মুভি মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছে। তবে এই মুভিতে কিছু জিনিস বিশেষভাবে আমার ভাল লেগেছে, যেমনঃ
> টাইম মেশিন কিংবা ফিউচার নিয়ে যেসব মুভি করা হয় তার মত জটিল কাহিনী এই মুভিতে নেই। অতিপ্রাকৃত অস্ত্রশস্ত্রের ব্যাবহার খুব বেশি করা হয়নি।
> সিড নামের ছোট্ট ছেলেটির অভিনয় আমার কাছে মারাত্মক লেগেছে। তার চোখের এক্সপ্রেশন, বলার ধরন, অভিনয় সবকিছুই এককথায় অসাধারণ! তার আসল নাম Pierce Gagnon, এর আগে সে The Crazies, The Way Home ইত্যাদি মুভিতে অভিনয় করেছে, যদিও কোনটাই আমার দেখা হয়নি !
> জোসেফ গর্ডনের চেহারাটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, হয়ত ভবিষ্যতের লুক দেবার জন্য অন্যরকম করে মেকআপ দেওয়া হয়েছে; মাঝে মাঝেই আমার মনে হয়েছে , এইটা আসলেই জোসেফ তো ?
সব মিলিয়ে মুভিটির জন্য আমি দেব ৭.৫/১০ !
এইবার আসি কাজের কথায়!
ডাউনলোড লিঙ্ক-১ - ৫.৫ জিবি - ব্লুরে
ডাউনলোড লিঙ্ক-২ - ৮০০ এমবি- ৭২০ ব্লুরে অবশ্য এইটায় রিজিউম সাপোর্ট নাই
লিঙ্ক-৩, আর কমের মধ্যে ৪৮০ ডাউনলোড করতে পারেন ; যদিও এইটা ১.৭ জিবি
আর টরেন্ট লাগলে এইখান থেকে ব্লুরে রিপ যেইটা খুশি নেন, ভাল কোয়ালিটি !
ডাউনলোড করেন; আর আরামে মুড়ি খাইতে খাইতে লুপার দেখেন ! আগাম শুভ নববর্ষ ২০১৩ !
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০