মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি মম জীবন মরণ বিহারী।"
কি সঙ্গীত তুমি জড়িয়ে দিয়ে গিয়েছো যা আজো আমার অঙ্গে অঙ্গে প্রতি তন্ত্রীতে তন্ত্রীতে জেগে রয়ে গেলো। এতগুলি দিন পরেও সে সূরের মূর্ছনা আবেশে জড়ায়।
ছড়িয়ে পড়ে সবখানে...........
কথাগুলো আমি নিজেই লিখেছিলাম, কোনো এক মন খারাপ করা গোধুলী লগনে! নিজেই ভুলেছিলাম । বেমালুল ভুলে গিয়েছিলাম। সেদিনও ঠিক এমনি এক মন খারাপিয়া আবেশ ছড়ানো সন্ধ্যায়, দুচোখ বেয়ে ঢল নেমেছিলো। আজো তার ব্যাতিক্রম হলোনা।
জানালার বাইরে আজো দাড়িয়ে আছে, ঠিক তেমনি এক অপরুপ মায়াময় গোধুলী লগ্ন। শেষবিকেলের সোনাঝরা রোদ মুছে গিয়ে এক স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে।
আবারও সেই গান, স্মৃতিবিজড়িত সন্ধ্যা..........
Click This Link
দৈনন্দিন কত শত কাজের ভীড়ে কতশত স্মৃতি চাপা পড়ে যায়। নিত্য নতুন গানে, ছন্দে হাসি কান্নায় মেতে উঠি। কিন্তু হঠাৎ কখনও কোথাও বুকের গভীরে অদৃশ্য কোনো তন্ত্রীতে, অবিচ্ছেদ্য সুতোর টানে জেগে ওঠে সেই ফেলে আসা স্বর্ণালী সন্ধ্যাগুলো, প্রায় অস্পষ্ট হয়ে আসা কোনো অতিপ্রিয় মুখের ছবি।
অবাক হলাম !!! যে মুখখানি চোখ বুজলেই মনের ক্যানভাসে এঁকে ফেলতে পারতাম একদিন। কতদিন কতক্ষণে চোখ বুঁজে পেন্সিলের টানে যে মুখখানি এঁকে ফেলতে পারার খেলায় মেতেছি, সেই মুখখানি, অতিপ্রিয় মুখখানি শত চেষ্টাতেও স্পষ্ট করে মনে করতে পারিনা আজ আর।
শুধু জেগে থাকে অনুভুতিগুলি। আজো সন্ধ্যা নামে, রাত প্রগাঢ় হয়, কুচকুচে কালো আকাশে ফোঁটে রুপোলী তারার ফুল। তবুও সবকিছু ছাপিয়ে শরৎ বিকেলশেষের সন্ধ্যার মেঘমালা আমাকে ভাসিয়ে নিয়ে যায়
সেই বিকেলটিতেই, বারেবারে। চোখ ভিজে যায় বারবার!!!!
চেনা গানে, চেনা সূরে গান গেয়ে যায় স্মৃতিজাগানিয়া পাখিরা। চমকে উঠি , পেছন ফিরে তাকাই, এক লহমায় সেই সূর ঠিকঠিক নিয়ে যায় হারানো অতীতে।
যে অতীত তোমার মতই হারিয়ে ফেলেছি আমি।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩