মন্টু রাগ করে হাটতে লাগল,
আশেপাশে না তাকিয়েই খুব জোরে-সোরে গদগদ করে হাটছে।
হাটার কারণটা হল সে প্রিন্সেস "রু' র সাথে রাগ করেছে। রাগ করেছে ঠিক তবে রাগ করার একটা যুক্তিসঙ্গত কারন আছে।
মন্টুর প্রেমিকা প্রিন্সেস "রু" মানে রুনা অনেকদিন থেকেই প্যারা দিচ্ছিলো এই মন্টু নামটা চেঞ্জ করতে,
আসলে মন্টু নামটা এই ডিজিটাল যুগের সাথে যায় না, তাই প্রিন্সেস রু চাইছিল তার প্রেমিকের একটা ভালো নাম থাকুক।
মন্টু আবার বিজি-টিজি মানুষ, তার উপর ওইসব নাম-টাম চেঞ্জ করাত উপর তেমন অভিজ্ঞতা নেই।
মন্টুর একজন কলিগ আছেন, লম্বা-চোড়া বিশালদেহী মানুষ নাম কুদ্দুরুস।
তবে তার শারীরিক গঠনের জন্য সবাই "কুদ্দুরুস দ্যা খাম্বা বলে ডাকে। উনার আবার ওইসব ব্যাপারে চরম অভিজ্ঞতা আছে। তাই মন্টু উনাকে বলেছিলেন একটা সুন্দর থেকে ডিজিটাল নাম সিলেক্ট করে দিতে।
মন্টুর সাথে কুদ্দুরুসের খুব ভালো সম্পর্ক,
সেই সুবাদে উনি নিজের নামের সাথে মিলিয়ে "মন্টু দ্যা ব্রেকফেল" নামটা সাজেক্ট করলেন।
মন্টুর নামটা বেশ ভালো লাগল,
বিশেষ করে লাস্টের "ব্রেকফেলটা"।
"মন্টু দ্যা ব্রেকফেল কয়েকটা গোলাপ প্রিন্সেস রু'র হাতে দিয়েই নিজের নতুন নামটা বলল।
সাথে সাথে প্রিন্সেস রু চেঁচিয়ে উঠল,
কি এইটা কোনো নাম হল??এইটা তো গুন্ডাদের নাম।
==দেখো প্রিন্সেস রু আমার এই নামটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবানা, এইটা যথেষ্ট ইয়ো ইয়ো নাম।
==ছি! এই নাম নিয়ে তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখো না।
==কস কি তুই? তুর মত হাজারটা মাইয়্যা আমার নামের পিছে ছুটবে।
== মন্টু তুমি আমায় এভাবে বলতে পারলা??
==হ্যা বলছি, আমি এখন মন্টু দ্যা ব্রেকফেল, সো সম্মান দিয়ে কথা বলবি।
==যাও তোমার সাথে ব্রেক আপ,এই রিলেশন আমি আর রাখছি না।
== যা ফুট !! তুর লগে রইলেশন রাখতে আমার বয়েই গেছে,
কালকে আমার সব টাকা,যআ যা নিছস সব ফেরত দিবি বলেই হাটতে লাগল।
প্রিন্সেস রু ফুলের পাপঅরি ছিড়ে খেতে খেতে আকাশের দিকএ তাকিয়ে রইলো।