ক্লাইপেডা- লিথুয়ানিয়ার তৃতীয় বৃহত্তম শহর। শহরটি নয়নাভিরাম বাল্টিক সাগরের তীরে অবস্থিত। এর আয়তন ১১০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ১,৫৭,০০০ জন। রাজধানী ভিলনিয়াস থেকে এর দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার।
Klaipeda University: একটি সরকারি বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ৫৮০০। এখানে পড়ালেখা ও জীবন যাত্রার ব্যয় বলতে গেলে আমাদের বাংলাদেশের মতই।
যেসব বিষয় পড়তে পারবেনঃ
থাকা খাওয়ার ব্যয়ঃ ইউনিভার্সিটি ডরমেটরি ৪৫ থেকে ৫৫ ইউরো মাসিক।
আর বাসা ভাড়া নিয়ে থাকলে ১২০ থেকে ২৫০ ইউরো লাগতে পারে।
খাবার খরচ ৬০ ইউরো থেকে ১০০ ইউরো।
বাস কার্ড ৫-৬ ইউরো (প্রতি মাস)
সেশনঃ সেপ্টেম্বর ও ফেব্রুয়ারি।
ভর্তি প্রক্রিয়াঃ ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন করতে যা যা লাগবে।
১।অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
২। SKVC থেকে পাওয়া সার্টিফিকেট এটাচ করতে হবে।
৩।সার্টিফাইড একাডেমিক ডকুমেন্টস।
৪। ইংরেজির দক্ষতা সার্টিফিকেট।
৫। ২০০ ইউরো এপ্লিকেশন ফি ট্রান্সফার এর ব্যাংক ডিটেইলস।
৬। পাসপোর্টের কপি।
এসব কিছু পাঠানোর পর ইউনিভার্সিটি প্রাইমারী অফার লেটার দিবে। এরপর টিউশন ফি ট্রান্সফার করতে হবে। ভিসার জন্য সব পেপারস রেডি করে পাঠাতে ১-২ সপ্তাহ সময় লাগতে পারে। সব কাগজপত্র হাতে পাবার পর ভিসা আবেদনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে।
ভিসা আবেদন প্রক্রিয়া পরবর্তী পর্বে।
স্টাডি ইন লিথুয়ানিয়া Klaipeda University পর্ব-২
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩১