ওই কাফির নায়েক লা’নতুল্লাহি আলাইহি তার কুফরীমূলক বয়ানে বলে থাকে যে, তাক্বলিদ করা ইসলামে হারাম আর হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাব মুসলিম উম্মাহ’র মাঝে বিভক্তি সৃষ্টি করেছে। নাঊযুবিল্লাহি মিন যালিক!
তাই সে (লা’নতুল্লাহি আলাইহি) বলে থাকে যে, মাযহাবের অনুসরণ ছেড়ে দিয়ে সালাফী/ওহাবীদের মতাদর্শকে অনুসরণ করা এবং মুসলিম উম্মাহ’র ঐক্যকে ধরে রাখতে কুরআন শরীফ ও হাদীছ শরীফ থেকে নিজেই ইজতিহাদ করা উচিত। নাঊযুবিল্লাহি মিন যালিক!
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সালাফী-ওহাবীরা বিগত ১০০ বছরেরও অধিক সময়ে ইসলামের মধ্যে যে বিভক্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছে মুসলিম উম্মাহ’র মাঝে তা ১৪০০ বছরেও পরিলক্ষিত হয়নি। তাছাড়া প্রত্যেক সালাফী সম্প্রদায় অপর সম্প্রদায়কে কাফির বলে থাকে যা কাফির নায়েক লা’নাতুল্লাহি আলাইহি নিজেই তার কুফরী বয়ানে স্বীকার করেছে। তাহলে সুস্পষ্টভাবেই প্রতীয়মান হচ্ছে যে, একদিকে কুফরীমূলক বক্তব্যের মাধ্যমে মুসলিম উম্মাহ’র মাঝে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি তার নিজের বক্তব্যই স্ববিরোধী।