বেঁচে থাকার আশায় অথবা মৃত্যুর নেশায় ভালোবাসি!
প্রাপ্তি যাই হোক;সাহারায় সলিল সমাধী অথবা অখন্ড ভালোবাসা উদ্যান!
এছাড়া কি বা করার আছে?
জন্মলগ্ন থেকে যে তিলক কপালে পরে তোমাদের পৃথিবীতে আমাদের শুভাগমন
তা অস্বীকার করতে নিশ্চয়ই পারি না......।
নিজের বলে কিছু নেই
ময়না পাখির মতো অনবরত তোমাদের বুলি ওড়াই
দেখলে তোমাদের চোখ দিয়ে দেখি
তোমরা যা শোনাও তাই শুনি.......।
তার পরেও হয়তো সবার থাই মেলে না সংসার নামক নাট্যমঞ্চে!
আধ আনা,এক আনা ভেবে ফেলে দাও
প্রগতিশীল মুখোশধারী অসভ্য সমাজে
যার যাতাকলে পিষ্ট হই আমি,আমরা ,আমাদের একেকটা স্বপ্ন,পুরো একটা জীবন!
রাস্তায়,বাসে,ট্রেনে অসহায় বলে খামচে দরো
দাঁত বসাও কলিজায়,হাঁড়,অস্থিমজ্জায়
কামনার চোখ দিয়ে ধষনে লিপ্ত হও!
তোমার লিকলিকে জিহ্বা বের করে ছোবল মারো....
একেকটা ছোবল একেকটা মৃত্যুর সমান
আমরা রোজ মরি!
নষ্ট জন্মের লজ্জায় মরি
সভ্যতার মৃত্যু দেখে মরি
অসভ্য আইনের বেড়াজালে মরি
উলঙ্গ সংবিধান আকড়ে ধরে মরি
তোমাদের হিনতা দেখে মরি
গতানুগতিক পুরুষ ;;;আমি তোমাদেরকে ভালোবাসার লজ্জায় মরি!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭