পুরো আড়াই যুগ
তোমার আনন্দ সাগরেরর কূলে, আছঁরে পরেছে আমার অশ্রুরাশি
যন্ত্রনায় থমকে কেঁপেছে হ্রদয়......
নিঃশব্দ...নির্বিকার যেন
ধূ ধূ শ্বশানের আঙ্গিনায় কেবল দু একটা গাঙং চিলের নিরব আস্ফালন!
তুমি তো ভাঙ্গতে ভালোবাসো......
এক টুকরো,আধ টুকরো এই আমি ২৭ বছর নতজানু তোমার পদতলে
পরাস্ত্র তোমার হিংস্রতার কাছে তবুও অহংকারী
কেননা আমি ভাঙ্গনে নয় সৃষ্টিতে উদ্ভাসিত
কেননা তোমার খন্ড খন্ড তুমিকেই একত্রিত করে সৃষ্টি করেছি একটি কবিতা,
যার নাম ধ্বংস.......
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২