আমার অশান্ত মনের দূরন্ত স্বপ্ন
সবই দেব তোমায়
দেব তোমায় আমার ফুরিয়ে যাওয়া আঠারো বসন্ত;
শোনাব ঝড়া পাতার আকুতি আর শেষ হওয়া জীবনের গান।
আমি ২১ দেব,দেব ৬৯ আর ৭১
আমি শুকান্ত দেব,দেব নজরুল।
আমি সহচার্য দেব জীবন অতুল।
আমি আবার যুদ্ধে রক্ত দেব,নেব হাতিয়ার,হবো বিরঙ্গনা
আমি আমায় দিয়ে তাড়াব সকল ঝন্ঝাট,সহস্র যাতনা।
আমি ইতিহাস দেব,দেব একটি রক্তিম পাতা
আর দেব পুরোন সে কৃতিত্ব
এবার বলো;বিনিময়ে দেবে কি আমায় একটি নতুন মানচিত্র???
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১