অকপটে সবই বলেছিলাম,
মায়ের কোলে বসে স্কুলবালক তার প্রিয় টিচারের কথা যেভাবে বলে
তোমাকে ভালোবেসে অমন আমার অন্তর বাহির, আমার পিতার পেশা, মায়ের বংশ পরিচয়
পৃ্র্বপুরুষের জীবনধারার স্বাভাবিক গতি, তাদের বাঁচার উপায়, __অকপটে
সব বলেছিলাম। আমরা এখন কী করে খাই, আমাদের উপার্জন, মুদ্রাস্ফিতিতে আমাদের
নাকাল, আর আকালের কবলে পড়লে কী দুঃসহ জীবনযাপণ।
গোপন করিনি কিছু, আমার সবটুকু জানার জন্য তোমাকে সব বলেছিলাম,
আমার মেধার ফিরিস্তি, মানুষ আমাকে ভালো না বাসার কারণ, আমার ঘরকুনো স্বভাব,
আমার রাত্রিজাগরণ, আমার খাদ্য_অভ্যাস, আমার ব্যাংক ব্যালেন্স
আমার প্রাক্তন প্রেমিকার সংখ্যা। এবং আমার পৈত্রিকসূত্রে জমির দাগ খতিয়ান।
তোমাকে ভালোবসে অকপটে সব বলেছিলাম
তবু ভালোবাসার বাঁধন গিঁট ছিঁড়ে যায়, যন্ত্রদানবের শহরে তবু সত্য বলে কিছু নেই,
পোড়া ইটের টুকুরোর মতোন আছে দহনের ঝাঁঝ,
স্বার্থের পিঠে চড়ে কী সুন্দর চলছে আমাদের এ্যালিট সমাজ।
২৭.০৬.২০১৪