পৃথিবীর কোন প্রান্ত থেকে এসে এই বেদেরা, বেঁধেছে ঘর এই বাংলায় ;
কে জানে তা ? তারা কোথা থেকে এসে কোথায় যায়, তাদের জীবনধারায়
কেনো এতো উন্মুলন, তারা কেনো থিতু হয় না কোনো ভুভাগে ?
শুধু নদাতীর, বন্দরের পরিত্যক্ত মাঠে, তারা আস্তানা গড়ে, এই মাঘে
এখানে, ওই মাঘে ওখানে, এভাবেই দেখছি আবাল্য এই আমি __
ডেরা, ছঁই,পলিথিনে মোড়ানো ঘর ; মাটির মালসা, ঘটিবাটি খুঁদকুঁড়ো
এইসব দিয়ে দিন যায় তাদের, এরই ভিতর কাম প্রেম, সংসার স্বামী ;
সন্তান পালন, এভাবে দেশে দেশে ঘুরেফিরে তারা একদিন হয় বুড়ো।
কোন আদি যুগের থেকে এই ভবঘুরে মানবদল কীভাবে পৌছলো এখানে
তাদের ভাষায় ভালোবাসায় জীবনাচারে কেনো এই স্বতন্ত্র কৃষ্টি ?
অথচ একই সূর্যের আলো, চাদের জ্যোৎস্না আর মেঘের বৃষ্টি ;
আর এই পৃথিবীর বাতাসে তারা পুষ্টি পেয়েছিলো, বোধে আর জ্ঞানে
কখনোই সহজ হয়ে ওঠেনা, মানুষের এই ক্রমবিকাশের ধারা, স্তরবিন্যাস
অষ্ট্রিক জাতির উত্তরাধিকার বলে যা শুনি, তা কি কারো হয় বিশ্বাস ?
১৮.০৬.২০১৪