ওরা কি বাতাসে এসেছে ভেসে? নাকি কোন
সাধকের- সাধনার ঔরসে জন্ম ওদের?
সভ্যতার সুতিকাগারে- অসভ্য জানোয়ার
হুঙ্কার ছাড়ে- এযে হিন্দুয়ানী, লজ্জা! লজ্জা!
নিমেশেই তছনচ করে দেয় সভ্যতার
সাজানো বাগান, হাজার বছরের ইতিহাস...
আমি তুমি সে- দাঁড়িয়ে দেখি পশুদের,
ক্রান্তি সন্ধ্যায় সভ্যতার বুকে অসভ্যতা
একেঁ দেয় কলঙ্ক স্বাক্ষরে, হে জননী তুমি
হায়েনাদের নখের আঘাতে ক্ষত বিক্ষত
ওদের থাবার আলোহীণ সংকটে আগামী
বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ...
যে নারী জননী আমার- নগ্ন সে রাজপথে
ক্ষমতার মসনদে- সে নগ্নতা যায় না দেখা
জনতার মঞ্চ-কেঁপে ওঠে বুক, বিবেক নিশ্চুপ
ভয়াল আঘাতে ক্ষত বিক্ষত বোনের শরীর...
১৯.০৪.২০১৪