সাম্প্রদায়িকতার বিভস্য রণকৌশলে
নির্বাক দর্শক সারিতে জমে ওঠে ভীড়
নিমেশেই পুড়ে যায় পাহাড়ী জনপদ
পুরোনো কিতাব, মন্দির, প্যাগোডা
ঝলসে যায় অহিংস বুদ্ধদেব অমিয় মূর্তি..
কি এসে যায় ইতিহাসে খেরোপাতায়
নিমেষেই বিবর্তিত জারজ সন্তান
ভুলে যায় মায়ের কাছে কষ্টার্জিত ঋণ
মাতৃভুমি সে তো আরো নগন্য
হয়ে যায় নপংসুক ধর্মান্ধ তাবেদার
পুড়ে যাক ইতিহাস মুছে যাক
জন্ম পরিচয়, জানোয়ার হার মানে
ধর্মান্ধ অনুচর- বৌদ্ধ মন্দিরে আগুন
নতুন ইতিহাস হবে সূর্য সৈনিক...