উবুন্টুতে নাকি সফটওয়্যার সমস্যা? কই আমি দেখছি না, উবুন্টুতে অসংখ্য সফটওয়্যার আছে তাও আবার সবার জন্য উন্মুক্ত। এমনি একটি ওয়েব সাইট হচ্ছে গেটডেব ডট নেট এখান থেকে আপনি পেতে পারেন উবুন্টুর সকল রিলিজের সফটওয়্যার।
এখান থেকে ডাউনলোড করতে হলে আপনাকে গেটডেব প্যকেজটি ইন্সটল করতে হবে।
এই গেটডেব প্যকেজটি ম্যনুয়ালি ইন্সটল করুন এভাবে :
System-Administration-Software Sources – Other Software এখন Add এ ক্লিক করে
deb http://archive.getdeb.net/ubuntu karmic-getdeb apps
তারপর Revert এ ক্লিক করে বের হয়ে আসুন।
এখন আপনার পছন্দের সফটওয়্যার খুঁজন আর ডাউনলোড করুন। সফটওয়্যার গুলি রয়েছে নয়টি বিভাগে যথাক্রমে : প্রাগ্রামিং, গ্রাফিক্স, ভিডিও টুলস, টুলস, ইন্টারনেট, অডিও, অফিস, এডুকেশন ও সাইন্স বিষয়ক অসংখ্য সফটওয়্যার।
ভিজিট করুন সাইটটি আর জেনে নিন আরো অনেক কিছু।
আত্নপ্রচার : হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন "হিমেলের ছোট্ট ঘর থেকে "।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৭