বাংলাদেশে এখন অনেক পরিক্ষা! পঞ্চম শ্রেনীর একটি শিশুকে ভার্সিটির ভর্তি পরীক্ষা পর্যন্ত যেতে কতগুলো পরীক্ষা পেরিয়ে আসতে হয় তা হয়ত তার শিক্ষকও না গুনে বলতে পারবে না!
কিন্তু এত পরীক্ষা কেন? শিশুটিকে সত্যিকারের বিদ্যান বানানোর জন্যইত, তাই না? কিন্তু এই শিশুটিকে সারাক্ষন বইয়ের মধ্যে ডুবিয়ে রেখে আর পরীক্ষার চ্যালেঞ্জ দিয়ে সত্যিই বিদ্যান হিসেবে গড়ে তোলা যাচ্ছে কি?
আমার ত ভাবলেই ভয় লাগে, আমর ছেলের পিঠে সারাক্ষন একগাদা ভারি ভারি বই আর মাথায় একটাই চিন্তা, "সামনে পরীক্ষা, আমাকে ভালো করতেই হবে!"
পরীক্ষা হবে আর তাতে সন্তান ভালো করবে না এটা ত হতেই পারে না! আর এই "ভালো করতে হবে" আল্টিমেটলি যে কম্পিটিশন তৈরি করছে তা আর কোন মতেই শিশুর মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পরছে মা-বাবার মধ্যেও, তৈরি হচ্ছে এক অসুস্থ সমাজ! আর সেই অসুস্থ সমাজ একটা শিশুকে সুস্থ মানুষ হিসেবে তৈরি করবে এটা ভাবা কি বোকামি না?
তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্থ হচ্ছে কে? আপনার আদোরের সন্তান যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন! আপনার কলিজার টুকরা একটা অসুস্হ মানুষ হিসেবে বেড়ে উঠুক এটা নিশ্চয়ই আপনার কাম্ম না? তাহলে কেন এই অসুস্হ প্রতিযোগিতা? কেন সত্যিকারের শিক্ষার আলো জ্বালানোর পরিবর্তে আপনার শিশুর ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন নিকষ কালো অন্ধকার? ভুলে যাবেন না, আপনার সন্তান পরীক্ষায় যত ভালো ফলই করুক না কেন শেষ পর্যন্ত তাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে যদি আপনার সংশয় হয় তাহলে সেই ভালো ফল আস্তাকুঁড়ের ময়লার চাইতেও মুল্যহীন!
তাকিয়ে দেখুন আবরার হত্যাকরীদের দিকে! বুয়েটের ষ্টুডেন্ট অথচ তার পরিবার এখন মুখ লুকাচ্ছে! এখনও সময় আছে, আপনিও যদি ওদের মত মুখ লুকাতে না চান তাহলে "সাবধান"!!!