বহুদিন পরে
দেখেছি আজ তারে
একদিন ভাল লেগেছিল, বলাত হয় নাই!!
ওই দুটি চোখে
আজও মনে পরে
কি জানি কি ভাষা ছিল, পড়িতে পারি নাই!!
কত কাছাকাছি
মৃদু হাসাহাসি
চুলের গন্ধে এলোমেলো, তবু হাত বাড়াতে ভয়!!
মায়া মায়া আঁখি
হৃদয়ে বেঁধে রাখি
স্মৃতির গভীরে জমা ধুলো, একবার ছুঁতে স্বাধ হয়!!
তারা জ্বলা রাতে
জোনাকির সাথে
স্নো-নীল মাতাল হাওয়া, দূর থেকে ভেসে আসা গান!!
শুভ্র চুম্বনে
উষ্ন আলিঙ্গনে
বরষায় ভিজে যাওয়া, বুকের ভিতরে লাগে টান!!
হেইয়া হেইয়াহো
হেইয়াহো হেইয়া!!!!!
অন্তর চোরকাঁটাতে
বিঁধেছে জ্যোৎস্না রাতে
আধো আলোয় চুপিচুপি, শিহরণ জাগে কামনায়!!
হু হু হু হু পরানটারে
নীরবে জাপটে ধরে
এ জীবনে পাবনা জানি, তবু ভালবাসা হয়ে যায়!!
চলে যায় বহু দূরে
করুন বেহালার সুরে
নিভৃতে ঝরে আখি, উতলা হৃদয় নীল বেদনায়!!
ঝিরঝির পাতা ঝরে
মন আনচান করে
অপলক চেয়ে থাকি, একবার যদি সে তাকায়!!