মাথা একটু ঠাণ্ডা করে ভাবতে গেলে অবাক হই।
বিগত লম্বা একটা সময় ধরে জাতিকে সুকৌশলে শেখানো হয়েছে, টুপি-দাড়ি-পাঞ্জাবি পরা মানেই “জঙ্গী” মানে দেশের শত্রু।
মাদ্রাসার ছাত্র, শিবির কর্মী মানেই দেশের শত্রু।
এটা সত্য, মুক্তিযুদ্ধে এই দেশের নাগরিকদের মধ্যে বিশ্বাসঘাতক একটা অংশ স্বাধীনতার বিরোধীতা করেছে, স্বজাতি কে বিজাতীয় পাকিস্তানীদের হাতে ধরিয়ে দিয়েছে। কিন্তু সেই অংশের মধ্যে টুপি-দাড়ি-পাঞ্জাবি যেমন ছিল, শার্ট প্যান্ট ক্লিনশেভও তো ছিল, ইতিহাস ও স্বাক্ষ্য দিয়েছে।
তাহলে কেন নির্দিষ্ট একটি অংশের প্রতি আক্রোশ? কারণ কি সামগ্রিক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশ কে জাতির ওপর চাপিয়ে দেয়া? সব “হুজুর” কি খারাপ? আর সব “নন-হুজুর” কি ভালো?
এর উত্তর সবাই জানে।
লম্বা একটা সময় কেউ মুখ খুলতে পারে নি।
কার কারণে? কী কারণে?
কোন “হুজুর-শক্তি”র ভয়ে?
কোন নির্দিষ্ট লেবাস কাউকে শত্রু বানায় না।
ইসলাম ধর্ম মেনে চলা মানেই দেশের শত্রু না।
কাউকে শত্রু ভাবার আগে একটু নিজের মগজ খাটাই।
দেশের সংষ্কার চলছে।
সাথে মগজও সংষ্কার হোক।
নিজের ভালো হোক, দেশের ভালো হোক।